মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এবার ভারতের বিরোধী দলগুলোর ওপর তীব্র আক্রমণ শানিয়ে উত্তর প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বৃহস্পতিবার দাবি করেছেন, দেশে সমাজতন্ত্র বা কমিউনিজম নয় প্রয়োজন রাম রাজ্যের। উত্তরপ্রদেশ বিধানসভার শেষ অধিবেশন চলাকালীন এই বিবৃতি দেন আদিত্যনাথ। এদিন দ্বিতীয় অতিরিক্ত বাজেট পেশ করেছে যোগী সরকার।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তার বক্তৃতায় সমাজতন্ত্রকে 'সবচেয়ে বড় কুসংস্কার' বলেও অভিহিত করেন। তিনি বলেন, 'এতে পারিবারিক সমাজতন্ত্র, মাফিয়া সমাজতন্ত্র, নৈরাজ্যবাদী সমাজতন্ত্র, দাঙ্গা সমাজতন্ত্র এবং সন্ত্রাসবাদী সমাজতন্ত্রের মতো অনেক প্রতারিত ব্র্যান্ড রয়েছে।'
রাম রাজ্য সম্পর্কে তার ধারণা ব্যাখ্যা করতে যোগী বলেছেন, 'আমরা আগেই বলেছি যে এই দেশে কমিউনিজম বা সমাজতন্ত্রের প্রয়োজন নেই। দেশ শুধু রাম রাজ্য চায় আর উত্তরপ্রদেশ শুধু রাম রাজ্য চায়। রাম রাজ্য মানে যা চিরন্তন, সর্বজনীন ও শাশ্বত। যা পরিস্থিতিতে প্রভাবিত হয় না।'
মুখ্যমন্ত্রী আরো বলেন যে সমাজতন্ত্রের আসল মূল্যবোধগুলো তার দলের নেতা এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপলব্ধি করেছিলেন। যিনি মানুষের জন্য শৌচালয় তৈরি করেন। তার কথায়, লোহিয়া বলেছিলেন যে দেশের কোনো শক্তি এমন সরকারকে সরাতে পারবে না, যে সরকার দরিদ্রদের জন্য শৌচাগার তৈরি করে এবং তাদের উনুন জ্বালিয়ে রাখে। এমনকি স্পষ্টতই কেন্দ্রে বিজেপির করা 'স্বচ্ছ ভারত অভিযান' ' এবং 'উজ্জ্বলা যোজনা'-র মতো কাজের উল্লেখ করেন।
যোগী আদিত্যনাথ আসন্ন উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের প্রচারে রয়েছেন এবং মুখ্যমন্ত্রী পদের জন্য বিজেপির মুখও তিনি।
সূত্র : জি নিউজ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।