মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর সমাবেশে বিক্ষোভকারী শিক্ষকদের বাধা দিয়েছে সেখানে কর্মরত পুলিশ। মুখ্যমন্ত্রীর সমাবেশস্থলে চাকরি না পাওয়া শিক্ষকেরা বিক্ষোভ জানাতে এলে তাঁদের বাধা দেয় পুলিশ। একটি ভিডিওতে শিক্ষকদের টেনে গাড়িতে তোলার দৃশ্যও দেখা যায়।
ভিডিওতে দেখা যায়, স্লোগান দিতে থাকা শিক্ষকদের আটকানোর চেষ্টা করে পুলিশ। মুখ্যমন্ত্রী ও পাঞ্জাব সরকারকে নিন্দা করে স্লোগান বেজে উঠলে, পুলিশ বিক্ষোভকারীদের মুখ চেপে ধরে এবং মুখে কাপড় গুঁজে দেওয়ার চেষ্টা করে।
রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়ার সময় পুলিশ এক নারীর পোশাক ধরে টেনে নিয়ে যায়। ওই নারীকে আরও কয়েকজন বিক্ষোভকারীর সঙ্গে একটি গাড়িতে ওঠানো হয়। তবু তিনি স্লোগান দিতে থাকেন। এরপর গাড়িটির জানালা বন্ধ করে তাদের নিয়ে চলে যায়।
সমাবেশে বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রীর সমর্থকদের দ্বারা হেনস্তার শিকার হন। কিছু কিছু ক্ষেত্রে শারীরিক নির্যাতনও হয়েছে।
ভিডিওতে দেখা যায়, তিনজন পুলিশ মিলে একজনকে মাটিতে চেপে ধরতে চেষ্টা করছে। তাঁর বুকে হাঁটু দিয়ে চাপ দিতেও দেখা যায়। ফুটেজের শেষে দেখা যায়, মুখ্যমন্ত্রী তাঁর ভাষণের জন্য প্রস্তুত হচ্ছেন।
বিক্ষোভকারীদের হাত থেকে চরণজিৎ সিং চান্নিকে রক্ষা করার জন্য পাঞ্জাবের পুলিশের প্রচেষ্টা সমালোচনার মুখে এই প্রথম নয় বলেও জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।