Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিনেটে বিরাট অঙ্কের প্রতিরক্ষা বিল পাস

দুর্যোগ পিছু ছাড়ছেই না যুক্তরাষ্ট্রের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২১, ১২:০৫ এএম

মার্কিন সিনেটে ৭৭৭ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস হয়েছে। বুধবার ৮৮-১১ ভোটে বিলের পক্ষে রায় দেন আইনপ্রণেতারা। এরপর দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদনের জন্য হোয়াইট হাউজে পাঠানো হয়েছে। আল-জাজিরা। প্রতিরক্ষা বাজেটে বরাদ্দকৃত অর্থের বেশিরভাগই যাবে পেন্টাগনে। ৭৪০ বিলিয়ন ডলার ব্যয় হবে প্রতিরক্ষা খাতে। জ্বালানি খাতে খরচ হবে ২৭ বিলিয়ন ডলার। এছাড়া জরুরি প্রয়োজনে ব্যয়ের জন্য রাখা হয়েছে ৯ দশমিক ৯ বিলিয়ন ডলার। এর সপ্তাহখানেক আগে হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে ৩৬৩-৭০ ভোটে পাস হয় বিলটি। জো বাইডেন অবশ্য আরও ২৫ বিলিয়ন ডলার কমিয়ে বাজেটের প্রস্তাব দিয়েছিলেন। তবে এই বিশাল অঙ্কের প্রতিরক্ষা বাজেট নিয়ে সমালোচনা করছে দেশটির মানবাধিকার সংগঠনগুলো। এই অর্থ অন্যান্য সামাজিক কর্মসূচিতে ব্যয় করা যেতো বলে মনে করে তারা। অপরদিকে যুক্তরাষ্ট্রের পিছু ছাড়ছে না দুর্যোগ। টানা বৃষ্টির কারণে বুধবার ক্যালিফোর্নিয়ার বিভিন্ন স্থানে ভূমিধসের সৃষ্টি হয়েছে। আটকে পড়ে বহু মানুষ। উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের শতাধিক কর্মী। এখনও দুর্যোগপূর্ণ আবহাওয়া অঙ্গরাজ্যটির বিভিন্ন শহরে। আরও কয়েকদিন ভারী থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় নতুন নতুন এলাকায় জারি হয়েছে সতর্কতা। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে বাসিন্দাদের। ভূমিধস কবলিত শহরগুলোয় কাদামাটিতে ভরে আছে রাস্তাঘাট, বাড়িঘর। সেসব পরিষ্কারে কাজ করছে জরুরি বিভাগের কর্মীরা। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ