নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
এক মৌসুম আগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছিল পিএসজি। কিন্তু ফাইনালে দুর্দান্ত ছন্দে থাকা বায়ার্ন মিউনিখের বিপক্ষে পেরে ওঠেনি তারা। রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় দলটিকে। এবার ক্লাবের সেই আক্ষেপ ঘোচাতে চান লিওনেল মেসি।
দুদিন আগে নানা নাটকের পর হয়ে গেছে চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের ড্র। প্রথমবার ম্যানচেস্টার ইউনাইটেডকে প্রতিপক্ষ হিসেবে পেলেও পরবর্তীতে নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদ। যে দলটির সঙ্গে মেসির পুরনো শত্রুতা। তাই ড্র শেষে এ আলোচনাই তুঙ্গে।
২০১১ সালে পিএসজির মালিকানা কিনে নেয় কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট। তখন থেকেই কাড়িকাড়ি টাকা ঢেলে দল গড়েছে তারা। রেকর্ড ট্রান্সফারে নামীদামী তারকাদের অন্তর্ভুক্ত করে ঘরোয়া লিগের বাইরে সাফল্য মিলেনি। সে ধারায় এবার লিওনেল মেসিকে দলভুক্ত করে আশায় দিন গুনছে দলটি। আর মেসিও চান দলের প্রত্যাশা মেটাতে। এক্সপো-২০২০ এর গ্লোবাল এম্বাসেডর হিসেবে দুবাইয়ে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গ উঠতে মেসি বলেন, ‘আমাদের সবার লক্ষ্য পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লীগ জেতা। গতবার পিএসজি শিরোপার খুব কাছে গিয়েছিলো। আমরা এটি এবার জেতার চেষ্টা করব। চ্যাম্পিয়ন্স লীগ প্রত্যেক দলের জন্য গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট।’
বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর এখনও নিজের সেরা ছন্দে দেখা যায়নি মেসিকে। লিগ ওয়ানে বেশ সংগ্রাম করতে হচ্ছে তাকে। তবে সে তুলনায় চ্যাম্পিয়ন্স লিগে ভালো খেলছেন। যদিও এখনও মেসিময় ঝলক দেখতে পায়নি ফুটবল বিশ্ব। তবে দ্রুতই ক্লাবটির সঙ্গে মানিয়ে নিয়ে লিগ ওয়ানেও ভালো করার প্রত্যয় ঝরে তার কণ্ঠে, ‘বেশ কয়েক বছর ধরে লা লিগা খেলার পর লিগ ওয়ানে খেলা অনেক বড় একটা পরিবর্তন ছিল। এটা শুরুতে এতটা সহজ ছিলো না। কিন্তু আমরা এখন ভালো করছি। প্যারিস অনেক আকর্ষণীয় একটি শহর এবং পিএসজি বিশ্বের সেরা ক্লাবগুলোর একটি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।