Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়া থেকে সরে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০০ এএম

আগের দুই বছরের মতো এবারও পরিবর্তন হতে পারে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু। ইউক্রেনে রাশিয়ার হামলার শঙ্কার মুখে সেন্ট পিটার্সবার্গ থেকে ইউরোপ সেরার প্রতিযোগিতাটির চলতি আসরের ফাইনাল সরে যাওয়া প্রায় নিশ্চিত। ইউক্রেনের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত দুই অঞ্চলে সৈন্য পাঠিয়েছে রাশিয়া। সেখানে আক্রমণের পরিকল্পনা করা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। গতপরশু বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিস্থিতিতে উয়েফার রাশিয়ায় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল আয়োজনের সম্ভাবনা খুব কম বলে মনে করা হচ্ছে। যুক্তরাজ্যের সাবেক ক্রীড়ামন্ত্রী ট্রেসি ক্রাউচ বিবিসি স্পোর্টকে বলেছেন, ‘অবিলম্বে’ রশিয়া থেকে ফাইনাল সরিয়ে নেওয়া উচিত উয়েফার।

ইউরোপীয় ফুটবলের নিয়ন্তা সংস্থা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে পুরো পরিস্থিতি মূল্যায়ন করছে। একই সঙ্গে নতুন একটি ভেন্যুও খুঁজছে তারা। কোভিড-১৯ বিধিনিষেধের কারণে গত দুই আসরের ফাইনালও সরিয়ে নেওয়া হয়েছিল পর্তুগালের লিসবনে। প্রাথমিক সূচি অনুযায়ী, ২০২১-২২ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হওয়ার কথা আগামী ২৮ মে। বিবিসি স্পোর্টের ধারণা, ফাইনালের দিনক্ষণ পাল্টাবে না উয়েফা। বিকল্প ভেন্যু হিসেবে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামকে বেছে নেওয়ার সম্ভাবনা খুব কম। ওই সপ্তাহান্তে এই মাঠে লিগ টু ও চ্যাম্পিয়নশিপ প্লে-অফ ফাইনাল হওয়ার কথা আছে। উয়েফা তাদের যুব লিগের শেষ ষোলোর ম্যাচ নিয়ে দিনামো কিয়েভ ও স্পোর্তিং লিসবনের সঙ্গে আলোচনা করছে। ২ মার্চ ম্যাচটি হওয়ার কথা ইউক্রেনের রাজধানীতে।
উয়েফার অন্যান্য প্রতিযোগিতার ম্যাচগুলোও সরানোর প্রয়োজন হতে পারে। এই মৌসুমে অন্য কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতায় ইউক্রেনের কোনো দল অবশ্য এখন টিকে নেই। তবে রাশিয়ান ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গ এখনও ইউরোপা লিগে আছে। আজ রাতে স্পেনে রিয়াল বেতিসের বিপক্ষে তারা প্লে-অফ রাউন্ডের দ্বিতীয় লেগ খেলবে। ঘরের মাঠে প্রথম লেগে জেনিত হেরেছে ৩-২ গোলে। গত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বেশ কয়েকটি ম্যাচ হয়েছিল সেন্ট পিটার্সবার্গে।
আন্তর্জাতিক পর্যায়ে আগামী ২৪ মার্চ বিশ্বকাপের প্লে-অফে পোল্যান্ডকে আতিথ্য দেবে রাশিয়া। যদি রাশিয়া ম্যাচটি জেতে, তাহলে ২৯ মার্চ সুইডেন অথবা চেক রিপাবলিকের মুখোমুখি হবে তারা। ইউক্রেনও বিশ্বকাপের প্লে-অফে আছে। কাতারের টিকেট পেতে প্রথমে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে তারা। ওই ম্যাচ জিতলে পরে ওয়েলস অথবা অস্ট্রিয়াতে খেলতে যাবে দলটি। এই ম্যাচগুলোকে সামনে রেখে পরিস্থিতির দিকে নজর রাখছে ফিফাও।
ইউক্রেনের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত দুই অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ককে সোমবার ‘স্বাধীন’ রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সেখানে সেনা পাঠানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফলে সেখানে উত্তেজনা আরও বেড়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া থেকে সরে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ