Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাকচাপায় ছাত্রলীগ নেতা নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২১, ১:৩৪ পিএম

গাজীপুর মহানগরীর পূবাইলে ট্রাকচাপায় সাইদুল ইসলাম সৌরভ (২১) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।


রোববার রাতে টঙ্গী-ঘোড়াশাল হাইওয়ের পূবাইল কলেজগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৌরভ কালীগঞ্জ থানার তুমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক ছিলেন। তিনি একই থানার টিউরী গ্রামের সোহেল মিয়ার ছেলে।

পূবাইল থানা ছাত্রলীগের সভাপতি গোলজার হোসেন টুটুল যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের স্বজনরা জানান, সৌরভ এ বছরের এইচএসসি পরীক্ষার্থী। সোমবারও তার পরীক্ষা ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া ও দ্রতগামী একটি ড্রামট্রাক মোটরসাইকেল আরোহী সৌরভকে চাপা দিয়ে দ্রুত মিরেরবাজারের দিকে চলে যায়। স্থানীয়রা সড়কের পাশে নিথর দেহ দেখে পুলিশে খবর দেন।

পূবাইল থানার এসআই রাসেদুর জানান, নিহত সৌরভের মামা জাকিরের আবেদনের পরিপ্রেক্ষিতে ও মামলা না করায় লাশটি আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে।



 

Show all comments
  • মোহাম্মদ দলিলুর রহমান ১৩ ডিসেম্বর, ২০২১, ৮:৪৯ পিএম says : 0
    ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ