মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বাবার সঙ্গে চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিলেন দুই বছরের দুনিয়া নামের মেয়েটি। হিংস্র সিংহের খাঁচার সামনে এসে লোহার শিকের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে দেয় অবুঝ শিশুটি। মেয়েটির বাবা তখন মেয়েটির ছবি তোলায় ব্যস্ত। হঠাৎ সিংহ কামড় বসিয়ে দেয় দুনিয়ার হাতে। সিংহের কামড়ে ক্ষতবিক্ষত হয়ে যায় মেয়েটির বাম হাত। তাই চিকিৎসকদের বাধ্য হয়ে বাম হাত কেটে বাদ দিতে হয়।
গালফ নিউজ রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের ইব গভর্নেটে এই দুর্ঘটনা ঘটে।
মানবাধিকার বিষয়ক আইনজীবীরা শিশুটির বাবা এবং হুথি মিলিশিয়ার নিয়ন্ত্রণে থাকা ওই চিড়িয়াখানার কর্তৃপক্ষকে এই ঘটনায় আটক করেছে বলে গালফ নিউজ জানিয়েছে।
হিংস্র প্রাণীর খাঁচায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না করার জন্য কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করছেন মানবাধিকার বিষয়ক আইনজীবীরা। সূত্র : গালফ নিউজ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।