Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিসিবির পণ্য বিতরণে কোন অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না: মসিক মেয়র টিটু

মোঃ শামসুল আলম খান | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২২, ৭:১৫ পিএম

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেছেন, নিম্নআয়ের মানুষের কথা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী টিসিবির মাধ্যমে সুলভ মূল্যে খাদ্য বিতরণ কর্মসূচির উদ্যোগ নিয়েছেন। এ কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন এবং নির্বিঘ্নে পণ্যসমূহ সাধারণ মানুষের কাছে পৌঁছাতে আন্তরিকভাবে কাজ করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এ বিষয়ে কোন দুর্নীতির খবর পাওয়া গেলে তা কঠোরভাবে দমন করা হবে।অনিয়মকারীকে কোন ভাবেই ছাড় দেয়া হবে না।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে টিসিবি-র পণ্য বিতরণ কার্যক্রম।

গতকাল রবিবার ও আজ সোমবার সিটির ১ নং থেকে ৬নং ওয়ার্ডের ১৭ টি স্পটে ১৪ হাজার ২৩১ জন নিম্নআয়ের মানুষের মাঝে টিসিবি পণ্য প্যাকেজ আকারে বিতরণ করা হয়েছে।

মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটুর তদারকিতে ওয়ার্ড কাউন্সিলরগণের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। টিসিবি পণ্য বিতরণে অনিয়ম- প্রতিরোধে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নিয়মিত পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ময়মনসিংহ

২৬ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ