বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গরীব মানুষ। টাকা যোগাড় করতে নানা দিকে ছুটাছুটি করেও যোগাড় করতে না পায় টাকা দিতে দেরি হওয়ায় এক প্রসূতির পেটের ভেতর থাকা টিউমার অপসারণ না করেই সেলাই করার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে।
শনিবার (১১ ডিসেম্বর) ভোরের দিকে মানিকগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই নারীর বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের নয়াডিঙ্গি এলাকায়।
ভুক্তভোগী রোগী ও তার স্বজনরা জানান, শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে ওই নারীকে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রসব যন্ত্রণা বেড়ে যাওয়ায় শনিবার (১১ ডিসেম্বর) রাত ২টার দিকে তাকে নেওয়া হয় অপারেশন থিয়েটারে। অস্ত্রোপচার করতে আনা হয় ওই শহরের ডক্টরস ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ডা. খায়রুল হাসান এবং এনেস্থেশিয়া চিকিৎসক ডা. আশিককে। গর্ভবতী ওই নারীকে ৪৫ মিনিট পর্যবেক্ষণের পর তারা অস্ত্রোপচার শুরু করেন। একটি সুস্থ কন্যা শিশু প্রসব করেন ওই নারী। এ সময় তার পেটে একটি টিউমার দেখতে পান চিকিৎসক। ৩ হাজার টাকা দিলে টিউমার অপসারণ করবেন বলে রোগীর স্বজনদের জানান চিকিৎসক। টাকা দিতে দেরি হওয়ায় টিউমার অপসারণ না করেই পেট সেলাই করে চলে যান তিনি।
ভুক্তভোগীর স্বামী জানান, ‘আমি গরিব মানুষ। আমার গর্ভবতী স্ত্রীকে যে হাসপাতালে ভর্তি করি সেখানে চিকিৎসক না থাকায় অন্য হাসপাতাল থেকে চিকিৎসক ডেকে আনা হয়। সিজার করার সময় পেটে টিউমার দেখার পর তা অপসারণ করতে ৩ হাজার টাকা চান চিকিৎসক। আমি তার প্রস্তাবে রাজি হই এবং টাকা নগদ দিতে চাই। কিন্তু ভোররাতে বিকাশের দোকান বন্ধ থাকায় টাকা সংগ্রহ করতে দেরি হয়। তিনি পেটের মধ্যে টিউমার রেখেই সেলাই করে চলে যান। আমিসহ আমার পরিবারের সদস্যরা তাকে বার বার অনুরোধ করি। হাসপাতালের লোকজনও তাকে অনুরোধ করেন। কিন্তু, তিনি কারও অনুরোধই রাখেননি। একজন চিকিৎসক যদি এতটা অমানবিক হন, তাহলে আমাদের মতো নিরীহ মানুষ কোথায় যাবে?’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।