Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোতে মৃত ৫০

জরুরি অবস্থা ঘোষণা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২১, ১২:০১ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের পাঁচটি অঙ্গরাজ্যে শক্তিশালী টর্নেডো আঘাত হেনেছে। ভয়াবহ এ টর্নেডোর তান্ডবে শুধুমাত্র কেন্টাকিতেই অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। প্রায় দুই ঘণ্টা ধরে ২৪টি টর্নেডো স্থলভাগে তান্ডব চালায়। এসময় বিরামহীন বজ্রপাত হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া আরাকানসাসে মারা গেছেন আরো দু’জন।
কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার স্থানীয় সময় শুক্রবার রাতে আঘাত হানা ওই টর্নেডোকে রাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ টর্নেডো হিসেবে অভিহিত করেছেন। এতে শতাধিক মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
টর্নেডোটি যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে আঘাত হেনেছে। ইলিনয়ে অ্যামাজনের একটি গুদামে বেশ কয়েকজন শ্রমিক আটকা পড়েছে বলে।

ক্রেগহেড কাউন্টির বিচারক মারভিন ডে জানান, টর্নেডোর আরকানসাসের একটি নার্সিং হোম আংশিকভাবে ভেঙে পড়ায় এক জনের মৃত্যু হয়েছে। এছাড়া ধ্বংসস্ত‚পের নিচে চাপা পড়েছে অন্তত ২০ জন মানুষ। টর্নেডো আঘাত হানায় বেশ কয়েকজন ওই ভবনের বেজমেন্টে আশ্রয় নিয়েছিলেন বলে জানা গেছে।
টর্নেডোটি রাজ্যের পশ্চিমাঞ্চলজুড়ে ‘উল্লেখযোগ্য ক্ষতি’ করেছে বলে জানিয়েছে পুলিশ। হপকিন্স কাউন্টিতে প্রচন্ড বাতাসে একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে বলে সেখানকার শেরিফ ম্যাট স্যান্ডারসন স্থানীয় এক টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন। টর্নেডো আঘাত হানার পর কেন্টাকিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

মার্কিন আবহাওয়া বিভাগগুলো জানাচ্ছে, ঝড়গুলো যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের রাজ্যগুলোর দিকে এগিয়ে যাচ্ছে। উত্তর লুজিয়ানা থেকে দক্ষিণ ওহাইয়ো পর্যন্ত প্রসারিত হচ্ছে ঝড়। স্থানীয় সময় শনিবার নাগাদ লুজিয়ানা ও ওহিওর উপর দিয়ে বয়ে যেতে পারে এ দুর্যোগ। সূত্র : বিবিসি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ