Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জব্বার স্মৃতি টেনিস শুরু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২১, ৭:৫৯ পিএম

৩১টি ক্লাবের প্রায় পাঁচশ’ খেলোয়াড়কে নিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের টেনিস কোর্টে গতকাল শুরু হয়েছে প্রকৌশলী এমএ জব্বার স্মৃতি টেনিস প্রতিযোগিতা। ইঞ্জিনিয়ার রিক্রিয়েশন সেন্টারের (ইআরসি) আয়োজনে এবং ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠেয় টুর্নামেন্টের ১২টি ইভেন্টে খেলছেন সিনিয়র ও জুনিয়র খেলোয়াড়রা। এরমধ্যে পুরুষ ও নারী একক এবং দ্বৈতে অর্থপুরস্কার রাখা হয়েছে। পুরুষ এককে ১ লাখ, দ্বৈতে ৩০ হাজার ৫০০, নারী এককে ৫০ হাজার এবং দ্বৈতে ৮ হাজার টাকার প্রাইজমানি পাবেন বিজয়ীরা। সাত দিন ব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। এ সময় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মো. আলমগীর, প্রকৌশলী খান আতাউর রহমান সান্টু ও প্রকৌশলী ছানাউল হক বকুল উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টেনিস

১৮ অক্টোবর, ২০২২
১৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ