Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওপার বাংলার ভক্তের কান্ডে অবাক নিশো

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২১, ১২:৪৮ পিএম

ছোট পর্দার তারকা অভিনেতা আফরান নিশো। দেশের সীমানা পেরিয়ে ওপার বাংলাতেও রয়েছে তার অগণিত ভক্ত। গত ৮ ডিসেম্বর ছিলো এই অভিনেতার জন্মদিন। বিশেষ এই দিনটিতে ওপার বাংলার ভক্তদের মনের আশা পূরণ করেছেন তিনি। ভিডিও কলে ভক্তদের সময় দিয়েছেন নিশো।

পরিবারের সঙ্গে জন্মদিনের প্রথম প্রহর কাটান নিশো। তবে এই অভিনেতার ডাই হার্ট ফ্যানসরা তাকে চমকে দেয়ার জন্য প্রতিবছর নানা আয়োজন করে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ‘আফরান নিশো ফ্যানস ক্লাব’ এর মেম্বাররা একত্রিত হয়ে রাজধানীর উত্তরার এক অভিজাত রেস্তোরাঁয় তাদের প্রিয় তারকার জন্মদিন পালন করেছেন। নিশো যখন তার ভক্তদের সঙ্গে আড্ডারত, তখন ওপার বাংলা থেকে একদল ভক্তের গ্রুপ ভিডিও কল আসে। এ সময় তাদের সঙ্গে যুক্ত হন নিশো। ওপার বাংলা থেকে ভিডিও কলে যুক্ত ছিলেন- রূপসা চ্যাটার্জি, সোহম চক্রবর্তী, দীপ্তি মুখার্জি, অ্যানজেলা প্রমুখ।

ভিডিও কলে পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাসিন্দা অ্যানজেলা। তিনি বলেন, ‘আমি আপনার ডাই হার্ট ফ্যান কি না জানি না। এতটুকু জানি, উঠতে, বসতে, খেতে, ঘুমাতে- সবখানেই নিশোকে দেখি।’

অ্যানজেলা জানান, জন্মদিনে তিনি কোনো কেক কাটেননি। কিন্তু কেকের টাকা দিয়ে কিছু দুস্থ মানুষকে খাইয়েছেন। শুধু তাই নয়, অ্যানজেলা তার হাতে নিশোর নামে ট্যাটু করেছেন। ভিডিও কলে সেটাও নিশোকে দেখান তিনি। ভক্তের এমন কাণ্ড দেখে বিস্ময় প্রকাশ করেন নিশো। তিনি ওই ভক্তকে জিজ্ঞাসা করেন, এটা কি সত্যি? অ্যানজেলা ট্যাটু দেখিয়ে বারবার বলেন, ‘হ্যাঁ, এটা সত্যি।’

সোহম চক্রবর্তী নিশোকে বলেন, ‘অনেক দিন ধরে আপনার সঙ্গে কথা বলার ইচ্ছা, সেই ইচ্ছা আজ পূরণ হলো।’ এ কথা শুনে নিশো বলেন, ‘লাভ ইউ, লাভ ইউ। এখানে আমরা একজন আরেকজনকে মন থেকে ভালোবাসি।’

ভক্তদের এমন আয়োজনে রীতিমত মুগ্ধ ও বেশ উচ্ছ্বসিত ছিলেন নিশো। ভক্তদের প্রতি ভালোবাসা স্বীকার করে সেই অনুষ্ঠানে আফরান নিশো বলেন, ‘আমার যারা ভক্ত ও শুভাকাঙ্খী আছেন সবার প্রতি আমি কৃতজ্ঞ। সবার এত এত ভালোবাসা দেখে আমি আসলে মুগ্ধ। মাঝে মাঝে ভাবি, আমি কি আসলেই এমন কিছু করতে পেরেছি যে আপানারা আমাকে এত ভালোবাসেন?'

তিনি আরও বলেন, 'এমন ভালোবাসা পাওয়া সত্যি ভাগ্যের বিষয়। অনেক দূর থেকে কষ্ট করে যারা এখানে এসেছেন কিংবা আসতে পারেন নি সবার প্রতিই আমার অনেক ভালোবাসা। আমার মাঝে মাঝে ইচ্ছে করে দেশের সব প্রান্তে গিয়ে আমার ভক্তদের সঙ্গে দেখা করি, সময় কাটাই। আমার ইচ্ছে আছে দেশের ৬৪টি জেলায় যাওয়ার। সবাই আমাকে যেভাবে ভালোবাসায় আগলে রেখেছেন, সবসময় এমন ভালোবাসাতেই আগলে রাখবেন।'



 

Show all comments
  • Nipul Roy ১২ ডিসেম্বর, ২০২১, ৩:৩৩ এএম says : 0
    আরফান নিশো হলে আমার সবচেয়ে প্রিয় অভিনেতা। তার অভিনয় যত দেখি ততই মুগ্ধ হয়ে থাকি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিশো

১৪ সেপ্টেম্বর, ২০২১
২৫ জানুয়ারি, ২০১৬

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ