Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্প্রাইটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন আফরান নিশো

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২২, ১২:০৫ এএম

স্প্রাইটের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন দর্শকপ্রিয় টিভি অভিনেতা আফরান নিশো। স্প্রাইটের নতুন একটি টিভি বিজ্ঞাপনের পাশাপাশি কোমল পানীয় ব্র্যান্ডটির নতুন ক্যাম্পেইন ‘জাস্ট কুল থাকো’তেও তিনি অংশ নেবেন। কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক তা জি তুং বলেন, স্প্রাইট হচ্ছে তারুণ্যের ব্র্যান্ড এবং আফরান নিশো’র ব্যক্তিত্ব এই ব্র্যান্ডের সাথে পুরোপুরি মানানসই। এই পার্টনারশিপ দর্শকরা খুবই পছন্দ করবেন বলে আমরা মনে করি। নিশো বলেন, স্প্রাইট শৈশব থেকে আমার অত্যন্ত পছন্দের একটি কোমল পানীয়। এই ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য দারুণ সম্মানের ব্যাপার। স্প্রাইটের সাথে আগামী দিনের কাজগুলো নিয়ে আমি অনেক আগ্রহী। আশা করছি, আমাদের দর্শকরা শীঘ্রই এগুলো দেখতে পাবেন এবং উপভোগ করবেন। উল্লেখ্য, ২০০৩ সালে মডেল হিসেবে পেশাগত জীবন শুরু করেন আফরান নিশো। পরবর্তীতে তিনি নাটকে অভিনয় শুরু করেন। বর্তমানে তিনি চাহিদাসম্পন্ন অভিনেতাদের একজন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্প্রাইটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন আফরান নিশো
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ