Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

একুশে টেলিভিশনের অনুষ্ঠান প্রধান হলেন ফারহানা নিশো

প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : জনপ্রিয় উপস্থাপিকা ও সংবাদ পাঠিকা ফারহানা নিশো একুশে টেলিভিশনের অনুষ্ঠান প্রধান হিসেবে যোগ দিয়েছেন। অবশ্য চ্যানেলটিতে অনেক আগেই তার যোগ দেয়ার কথা ছিল। ব্যক্তিগত কিছু সমস্যার কারণে তিনি যোগ দিতে পারেননি। এসব সমস্যা কাটিয়ে এখন তিনি চ্যানেলটির অনুষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। উল্লেখ্য, ফারহানা নিশো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে গ্রামীণ ও নগর পরিকল্পনায় ¯œাতক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। ২০০৩ সালে চ্যানেল ওয়ানে সংবাদ পাঠিকা হিসেবে তার যাত্রা শুরু হয়। পরবর্তীতে ওয়ারিদ টেলিকম, গ্রামীণফোন, এনটিভি ও বৈশাখী টিভিতে কাজ করেন। নিশো সর্বশেষ যমুনা টিভিতে জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক এবং গাজী টিভিতে আজকের অনন্যা অনুষ্ঠানটি উপস্থাপনা করছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: একুশে টেলিভিশনের অনুষ্ঠান প্রধান হলেন ফারহানা নিশো
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ