Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চরিত্রের প্রয়োজনে পুরো শরীরে উল্কি আঁকলেন নিশো

প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : নাটকের একটি চরিত্রে অভিনয়ের জন্য পুরো শরীরে উল্কি আঁকলেন অভিনেতা আফরান নিশো। এজন্য সময় লেগেছে চার ঘণ্টা। মার্কার দিয়ে গিটার, পিয়ানো, মিউজিক প্লেয়ার, চোখসহ বিভিন্ন আল্পনা এঁকেছেন চারুকলার ছাত্র মিশন। নিশো জানান, ‘ট্যাটু’ নামের একটি নাটকে অভিনয়ের প্রয়োজনে প্রেমিকার নাম লিখে পুরো শরীরে উল্কি আঁকতে হয়েছে। চরিত্রটি এক পাগল প্রেমিকের। প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর সে শরীরে প্রেমিকার নামে উল্কি আঁকে। খুঁজে বেড়ায় প্রেমিকাকে। চরিত্রের প্রয়োজনে বেশকিছু দৃশ্যে নিশোকে গিটার বাজাতে হয়েছে। তবে বাস্তবেও নিশো ভালো গিটার বাজাতে পারেন। ট্যাটু নাটকের পরিচালক কাজল আরেফিন ওমি বলেন, এখন উল্কি করা ফ্যাশনে পরিণত হয়েছে। যদি স্থায়ীভাবে উল্কি করা হয় তাহলে সার্জারি ব্যতীত তা শরীর থেকে মোছার উপায় নেই। এ নাটকের মাধ্যমে উল্কির উপকারিতা ও অপকারিতা তুলে ধরার চেষ্টা করছি। ফ্যাশনটি সৌন্দর্যবর্ধনের সঙ্গে যে বিব্রতকর পরিস্থিতিতেও ফেলতে পারে সেটাই দেখা যাবে এখানে। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকটির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন কাজল আরেফিন ওমি ও তানভীর আনজুম। আসন্ন ঈদুল আজহায় নাটকটি এসএ টিভিতে প্রচার হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চরিত্রের প্রয়োজনে পুরো শরীরে উল্কি আঁকলেন নিশো
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ