Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে বস্তিতে অগ্নিকাণ্ডে ৩৩ ঘর ভস্মীভূত স্ট্রোকে একজনের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২১, ১১:৪৯ এএম | আপডেট : ১:৩২ পিএম, ১১ ডিসেম্বর, ২০২১

নগরীর আগ্রাবাদ কমার্স কলেজ এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডে ৩৩টি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান শনিবার ভোরে ডিটি রোডে এস আর বি কলোনির পাশের বস্তিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, ভোর ৪টা ২০ মিনিটে খবর আসে সদর ঘাট থানার আগ্রাবাদ ডিটি রোডের বস্তিতে আগুন লেগেছে। পরে বন্দর ও আগ্রাবাদ স্টেশন থেকে ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এক ঘণ্টা ৪০ মিনিটের চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে বস্তির তিন সারিতে থাকা ২২ জন মালিকের ৩৩টি ঘর পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছেন তারা। এদিকে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, অগ্নিকাণ্ডের সময় মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে বস্তির এক বাসিন্দার মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল জলিল (৫৪)। তিনি আগেও দুইবার স্ট্রোক করেছিলেন। আগুনের ভয়াবহতা দেখে তিনি তৃতীয়বার স্ট্রোক করেন বলে বস্তির লোকজন জানিয়েছেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয়।
আগুনে সহায় সম্বলহীন শতাধিক মানুষ এখন খোলা আকাশের নীচে

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ