Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলসজ্জার পরের সকালে ঘুম থেকে উঠেই আত্মঘাতী বর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২১, ১২:০৫ এএম

ফুলসজ্জার পরের ভোরে আত্মঘাতী বর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিমবঙ্গের হাওড়ার বোটানিক্যাল গার্ডেন থানা এলাকার শালিমারে। কেন ওই যুবক আত্মঘাতী হলেন তা জানতে নববধূ ও পরিবারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নিহত আদর্শ সাউ (২৪) পেশায় গাড়িচালক। গত ৭ ডিসেম্বর তাঁদের দেখাশোনা করে বিয়ে হয় বারাকপুরের বাসিন্দা বর্ষার সঙ্গে। বৃহস্পতিবার ছিল তাঁদের ফুলসজ্জা। বর্ষা জানিয়েছেন, সকালে ঘুম থেকে উঠে তাঁকে শৌচাগারে গিয়ে চোখ মুখ ধুয়ে আসতে বলেন স্বামী। শৌচাগার থেকে ফিরে তিনি দেখেন ফুল দিয়ে সাজানো খাটের ওপরেই ঝুলন্ত অবস্থায় রয়েছেন আদর্শ। সঙ্গে সঙ্গে তিনি পরিবারের সদস্যদের ডাকেন। যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পরিবারের তরফে জানানো হয়েছে, দেখাশোনা করে বিয়ে হয়েছিল আদর্শর। তখন কোনও আপত্তি করেননি তিনি। নির্বিঘ্নেই মিটেছিল বিয়ে। বর্ষা বলেন, ‘বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর ফোনে কথা হত। কখনও অস্বাভাবিক কিছু মনে হয়নি। কেন এরকম করল জানি না।’ হিন্দুস্তান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ