মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
হরিয়ানার করনাল জেলায় ঘটে গেল এক নিন্দাজনক ঘটনা। সেখানকার এক পিএইচডি পাশ করা মেয়ের বিয়ে বন্ধ হয়ে গেল বিয়ের মন্ডপেই। ফরচুনার গাড়ি এবং টাকা যৌতুক হিসাবে না পাওয়ায় বিয়ের মন্ডপেই বাকি থাকা সাতপাক না ঘুরে, বিয়ে বন্ধ করে উঠে গেল হবু বর।
বিয়ে সম্পূর্ণ হওয়ার অপেক্ষায় পুরো রাত সেই পিএইচডি পাশ করা মেয়েটি বিয়ের শাড়িতেই বিয়ের মন্ডপে বসে অপেক্ষা করে। এর পর সকালবেলায় ডাকা হয় পুলিশ। পুলিশ দেখেই হবু বর বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। সকাল ৮টার সময় হবু বর বাকি থাকা সাতপাক ঘোরার জন্য বিয়ের মন্ডপে উপস্থিত হয়। এই ঘটনায় মেয়ের বাড়ির লোক অবাক হয়ে যায় এবং তারা হবু বরকে প্রশ্ন করতে থাকে যে, সারা রাত তাকে অনেকবার ডাকা সত্ত্বেও সে বাকি থাকা সাতপাক ঘোরার জন্য বিয়ের মন্ডপে যখন উপস্থিত হয়নি, এখন পুলিশ দেখে সে বাকি থাকা সাতপাক ঘোরার জন্য রাজি হয়েছে কেন?
জিন্দ নিবাসি সেই হবু বরের নাম হল নসিব। নসিব কৃষি বিভাগে সরকারি চাকরি করে। যে মেয়েটির সঙ্গে তার বিয়ে হচ্ছিল তার নাম কোমল, সে শিক্ষা বিভাগে কর্মরত। হবু বর এবং সেই পাত্রী দু’জনেই সরকারি চাকরি করে। কোমলের বাবা এনডিআরআইতে কাজ করেন। তিনি তার নিজের মেয়েকে যত্ন সহকারে বড় করেছেন। তাঁদের বাড়ি উত্তরপ্রদেশে হলেও তার মেয়ের বিয়ে ঠিক করেন হরিয়ানার করনাল জেলায়। জানা গিয়েছে যে যখন এই বিয়ে ঠিক করা হয় তখন ছেলের বাড়ি থেকে কোনও রকম পণের দাবি ছিল না।
কোমলের বাবা জানিয়েছেন যে, বরযাত্রী আসার পর তিনি তাঁদের রীতি অনুযায়ী হবু জামাইয়ের বাবাকে আংটি এবং হবু জামাইকে চেন পরিয়ে দেন। এর পর কোমলের বাবা বিয়ের মন্ডপে এসে সব আচার সম্পূর্ণ করে সেখান থেকে ওঠার পরেই হবু বর নিজের গলার চেন ছুঁড়ে ফেলে দেয়। এর পর কোমলের বাবা যখন হাত জোড় করে তার সামনে যান, তখন জানা যায় যে সেই হবু বরের এক বোন এবং ভাইকেও গলার চেন দিতে হবে। কোমলের বাবা দু’দিনের মধ্যে সেটা দেওয়ার কথা জানালেও সেই হবু বর গালি-গালাজ করতে শুরু করে এবং সাতপাক ঘোরার অনুরোধ খারিজ করে। এর পরেই সেই হবু বর টাকা এবং ফরচুনার গাড়ির ডিমান্ড করা শুরু করে।
পুলিশ সেখানে উপস্থিত হওয়ার পর সেই হবু বর এবং তার বাড়ির লোকেরা অবশ্য ঘটনার সবটাই অস্বীকার করে। পুলিশ জানিয়েছে যে মেয়ের বাড়ির লোকেরা যদি অভিযোগ জানায় তাহলে তদন্ত করা হবে। সূত্র : নিউজ১৮।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।