Inqilab Logo

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নেছারাবাদে মাহমুদকাঠিতে ভয়াবহ অগ্নিকান্ড

নেছারাবাদ(পিরোজপুর)সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২১, ৪:৫৪ পিএম

নেছারাবাদ উপজেলার মাহমুদকাঠি হাসপাতাল সংলগ্ন মুসলিমপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে দু'টি দোকান ভস্মিভূত হয়েছে। এতে আনুমানিক ২৫ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে বাজারের ব্যবসায়িদের দাবি। শুক্রবার(১০ ডিসেম্বর) উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের মাহমুদকাঠির হাজী বাড়ী এলাকায় গ্রামে জুমার নামাজ বাদ এ অগ্নিকান্ড ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

আগুনে বাজারের সোহাগ মিয়ার একটি ভ্যারাইটিস ষ্টোর এবং সোহেল নামে অপর এক ব্যক্তির একটি ফার্মেসী সম্পূর্ন পুড়ে যায়। সোহাগ মিয়া দোকানে তেল,মবিল,বিকাশ সহ মুদিমনোহারি বিক্রি করতেন। এছাড়া, সোহেল মিয়া দোকানে ঔষধ বিক্রি করতেন। আগুনে দুটি দোকান সহ ভিতরে রাখা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের খবর পেয়ে নেছারাবাদ ফায়ার সার্ভিস ঘটনা স্থলে পৌছাবার আগেই স্থানীয়রা আগুন নিভাতে সক্ষম হয়েছেন।

ইউপি সদস্য মুহিদ মাহমুদ বলেন, আগুনে দুটি দোকান পুড়ে অঙ্গার হয়েছে। এতে দু'জনের আনুমানিক ২০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

নেছারাবাদ ফায়ার স্টেশনের স্টেশন মাষ্টার মো: কলিমুল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছানোর পূর্বেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে দুটি দোকানই পুড়ে ভস্মিভূত হয়েছে। তবে এখন পর্যন্ত আগুনের সূত্রপাত নিশ্চিত না হয়ে বলা যাচ্ছেনা। তিনি আরো বলেন, আমরা প্রাথমিকভাবে আনুমানিক একটা ক্ষয়ক্ষতির পরিমান নির্নয় করেছি। আগুনে সোহাগ মিয়ার ৫ লাখ এবং সোহেল মিয়ার সাড়ে চার লাখ টাকার ক্ষতি হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ