Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের মমতার বিদেশ সফরে বাধা মোদি সরকারের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২১, ৪:৫১ পিএম

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নেপাল সফরে অনুমতি দেয়নি কেন্দ্রীয় সরকার। তবে আনুষ্ঠানিকভাবে নবান্ন বা তৃণমূলের তরফে এ নিয়ে এখনও কিছু জানানো হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ও কোনও মন্তব্য করা হয়নি।

সূত্রের খবর, নেপালের প্রথম সারির রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের বার্ষিক কর্মসূচিতে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল মমতাকে। নেপালের সাবেক প্রধানমন্ত্রী তথা নেপালি কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেউবা চিঠি লিখেছিলেন তৃণমূলনেত্রীকে। তার পরেই সেখানে যেতে কেন্দ্র সরকারের অনুমতির জন্য আবেদর করেন মমতা।

কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে প্রশ্ন তোলা হয়, একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কোন যুক্তিতে একটি বিদেশি রাজনৈতিক দলের কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়েছে। যার উত্তরও দেয় নবান্ন। কিন্তু শোনা যাচ্ছে, তার পর মমতাকে অনুমতি দেয়া হয়নি। এর আগে মমতাকে চীন এবং ইটালি সফরেও অনুমতি দেয়া হয়নি।

গত সেপ্টেম্বরে রোম সফরের অনুমতি না পাওয়া নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন মমতা। তিনি বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী বিদেশ গেলেন, অথচ আমাকে কেন যেতে দেয়া হল না?’ এর পর তার অভিযোগ, ‘আমাকে হিংসা করে বলেই আটকানো হল।’ প্রসঙ্গত, বছর দু’য়েক আগে চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বেইজিং সফরে গিয়েছিল বিজেপি-র ১১ সদস্যের প্রতিনিধি দল। সূত্র: এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ