Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিল্পী সমিতির নির্বাচনে লড়বেন নিপুণ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২১, ৩:৫০ পিএম

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা নিপুণ। বিভিন্ন সময় শিল্পীদের বিপদে সবসময় পাশে দাঁড়িয়েছেন। দীর্ঘদিন ধরে গুঞ্জন ছিল এই অভিনেত্রী শিল্পীদের সংগঠন চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে আসছেন। যদিও এর আগেও এই সংগঠনের কমিটির কার্যনির্বাহী সদস্য হয়েছিলেন তিনি। গিয়েছেন সরেও। এবার নিজেই প্যানেল দিচ্ছেন সংগঠনে। আগামী বছরের শুরুতে অনুষ্ঠিতব্য চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তারকা শিল্পীদের নিয়ে নির্বাচনে অংশ নিবে নিপূণের প্যানেল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিপুণ বলেছেন, ‘গত ১৬ বছর ধরে এই ইন্ডাস্ট্রি আমাকে অনেক কিছু দিয়েছে। ইন্ডাস্ট্রির প্রতি আমার অনেক দায়বদ্ধতা আছে। সেটি দূর করতে চাই। আমি শিল্পী সমিতির নির্বাচন করব।’

নিপূণ আরো বলেন, ‘শিল্পী সমিতি মানে শিল্পীদের সমাগম। আমার সঙ্গে সব প্রকৃত শিল্পীরাই থাকবেন। আমার বিশ্বাস, যারা আমার সঙ্গে থাকবেন তাদের নাম জানলে কেউ হতাশ হবেন না।’

আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। একাধিক তারকা শিল্পীদের নিয়ে হবে নিপূণের প্যানেল। তবে তার প্যানেলে কারা কারা থাকছেন সে বিষয়ে পরিষ্কার কিছু না বললেও তারকা শিল্পীদের থাকার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন তিনি। কোন পদে নির্বাচন করবেন সে ব্যাপারেও পরিষ্কার কিছু বলেননি নিপুণ। তবে তিনি নির্বাচন করবেন এটি নিশ্চিত।

অভিনেত্রীর ভাষায়, ‘শিল্পী সমিতির বড় চেয়ার আমার চাই না। আমি একটি টিম করে সবাইকে নিয়ে কাজ করতে চাই। আমাদের টিমের অনেক কিছুই চূড়ান্ত হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে সেগুলো আপনাদের জানাব।’

প্রসঙ্গত, ঢাকাই সিনেমার চলচ্চিত্র শিল্পীদের সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’। এই সংগঠনের বর্তমান কমিটির সভাপতি জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন চিত্রনায়ক জায়েদ খান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ