Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একই সিনেমায় তিন নায়কের সঙ্গে বুবলি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২১, ২:৫৩ পিএম

প্রথমবার একই সিনেমায় তিন নায়কের সঙ্গে জুটি বাঁধছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি। যাদের মধ্যে দুজনের সঙ্গে প্রথমবারের মতো স্ক্রিন শেয়ার করবেন। সিনেমাটির নাম ‘মায়া- দ্যা লাভ’, পরিচালনা করবেন জসিম উদ্দিন জাকির। আর সিনেমাটিতে বুবলির নায়কেরা হলেন- সাইমন সাদিক, জিয়াউল রোশান, আনিসুর রহমান মিলন। এদের মধ্যে শুধু ‘চোখ’ সিনেমায় এরআগে রোশানের সঙ্গে বুবলি স্ক্রিন শেয়ার করেছিলেন।

সিনেমাটি প্রসঙ্গে বুবলি বলেন, ‘দারুণ একটি কাজ হতে যাচ্ছে। ক্যারিয়ারের নতুন এক অভিজ্ঞতা। একসময় আমাদের ইন্ডাস্ট্রিতেও মাল্টি কাস্টিং সিনেমা হতো। বাজেট ও ব্যবসার কারণে ইদানীং তা দেখা যায় না। আশা করি সিনেমাটি এই সময়ের সফল এক উদাহরণ হবে। যাতে অন্যান্যরাও এমন উদ্যোগে নির্মাণ করতে এগিয়ে আসেন।’

চিত্রনায়ক সাইমন সাদিক বলেন, ‘‘মায়া দ্যা লাভ’ হচ্ছে মাল্টি কাস্টিং সিনেমা।আমি খুব করে চাচ্ছিলাম এমন একটা সিনেমায় অভিনয় করতে। ধন্যবাদ এই ছবির পরিচালক জসিম উদ্দিন জাকির ভাইকে এমন একটা সিনেমায় আমাকে কাস্টিং করার জন্য। যেখানে আনিসুর রহমান মিলন ভাইয়ের মতো দক্ষ একজন অভিনেতা আছেন।আরও আছেন আমাদের রোশান ও শবনম বুবলীর মতো অভিনয়শিল্পীসহ আরও গুণী অভিনেতা-অভিনেত্রী থাকবেন এ সিনেমায়। আমার জন্য নতুন অভিজ্ঞতা হবে এই সিনেমা।আশা করি ‘মায়া দ্যা লাভ’ এর মাধ্যমে দর্শক নতুন টেস্ট পাবেন।’

পরিচালক জসিম উদ্দীন জাকির এ ব্যাপারে বলেন, ‘আপাতত মূল আর্টিস্টদের চুক্তি করা হয়েছে। প্রায় সবকিছু চূড়ান্ত। অন্যান্য আর্টিস্টদের সঙ্গেও কথা চলছে। আশা করছি, এ মাসের শেষ নাগাদ জানাতে পারব।’

জানা গেছে, ‘মায়া- দ্যা লাভ’ সিনেমার শুটিং আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু হবে। প্রথমে ঢাকা ও এর আশেপাশে চিত্রায়ণ শুরু হবে। ব্রাদার প্রোডাকশন হাউজের ব্যানারে নির্মিত সিনেমাটি প্রয়োজনা করছে আলিনূর আশিক ভূঁইয়া।

উল্লেখ্য, সম্প্রতি চিত্রনায়িকা শবনম বুবলি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ‘ঢালিউড ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর পুরস্কার পান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ