মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মহামারি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ রোধে আগামী ৩১শে জানুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। গতকাল বৃহস্পতিবার এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটি।
এর আগে ১৫ই ডিসেম্বর থেকে বেশ কিছু দেশের সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট চালুর কথা থাকলেও তা জানুয়ারি পর্যন্ত বাড়ানোর বিষয়টি এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন-ডিজিসিএ। তবে বিশেষ প্রয়োজনে কিছু কিছু রুটে বিমান চলাচল করতে পারে বলেও জানিয়েছে ডিজিসিএ।
বিশ্বের ৫০টিরও বেশি দেশে ওমিক্রন ছড়িয়ে যাওয়ায় ফ্লাইট চলাচলে সাবধানতা অবলম্বন করছে ভারত। ওমিক্রনের সংক্রমণ রোধে ভারতের সবকয়টি বিমানবন্দরেই কড়াকড়ি আরোপ করা হয়েছে। ওমিক্রণের ঝুঁকিতে থাকা দেশ থেকে আসা যাত্রীদের ওপর নজরদারি বাড়াতে দিল্লি বিমানবন্দরে ২০টি কাউন্টার বসানো হয়েছে। সূত্র : এনডিটিভি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।