Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকাল : সম্পাদকের শোক

ইনকিলাব ডেস্ক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২১, ১২:০৬ এএম

প্রবীণ সাংবাদিক, দৈনিক ইনকিলাবের সাবেক চিফ নিউজ কো-অর্ডিনেটর এ এস এম হাফিজুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। তার বয়স হয়েছিল ৮০ বছর। হৃদরোগে আক্রান্ত হলে তাকে গত সোমবার রাজধানীর কল্যাণপুর ইবনে সীনা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার রাত ১১টায় তিনি ইন্তেকাল করেন। বৃহস্পতিবার বাদ আসর রাজধানীর মোহাম্মদপুর মোহাম্মদীয়া হাউজিংয়ের কোবা মসজিদে জানাজা শেষে তার লাশ দাফনের জন্য সাতক্ষীরার তালায় তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। শুক্রবার সেখানে ফের জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্তানে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এক মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মেয়ে পিতার অসুস্থতার খবর শুনে গতকাল সন্ধ্যায় লন্ডন থেকে দেশে ফিরে আসার পর মরহুমের লাশ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

অত্যন্ত কর্মঠ ও পরিশ্রমি হাফিজুর রহমান দৈনিক ইনকিলাবের শুরু থেকেই এর সাথে যুক্ত ছিলেন। তিনি সহ-সম্পাদক থেকে শুরু করে ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক এবং শেষে চিফ নিউজ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করা অবস্থায় অবসরে যান।

দীর্ঘ কর্মজীবনে তিনি দৈনিক ইনকিলাব ছাড়াও ডিএফপির কর্মকর্তা এবং বাংলাদেশ বেতারের বার্তা বিভাগে দায়িত্ব পালন করেন।

সম্পাদকের শোক
মরহুম এ এস এম হাফিজুর রহমানের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন। গতকাল এক শোকবার্তায় তিনি মরহুমের রূহের মাগফিরাত ও জান্নাত এবং শোক-সন্তপ্ত পরিবার যাতে এ শোক সইতে পারে তার জন্য আল্লাহর রহমত করেন।

ডিইউজে ইনকিলাব ইউনিটের শোক
নিজেদের সিনিয়র সদস্য এ এস এম হাফিজুর রহমানের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) দৈনিক ইনকিলাব ইউনিট। এক শোকবার্তায় ইউনিট চিফ মুহাম্মদ সানাউল্লাহ ও ডেপুটি ইউনিট চিফ মাইনুল হাসান সোহেল মরহুমের রূহের মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবার সদস্যরা যাতে ধৈর্য ধারণ করতে পারে সেজন্য আল্লাহ তা‘আলার সাহায্য কামনা করেন।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইনকিলাব

২৭ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ