যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে যুক্ত হলেন
যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সড়ক দূর্ঘটনায় মারা গেছেন রাউজানের এক প্রবাসী।বুধবার মোটরসাইকেল করে কর্মস্থল থেকে নাস্তা করতে রেস্তুরায় যাওয়ার পথে গাড়ি চাপায় মারা গেছেন রাউজানের মুহাম্মদ জাহেদ নামে এ প্রবাসী। বুধবার সন্ধ্যার পরে এ দুর্ঘটনা ঘটে দুবাইয়ের আল খাইয়্য়ুম নামক এলাকায়।নিহত প্রবাসীর নাম মুহাম্মদ জাহেদ (৪২)। তিনি উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম কচুখাইন গ্রামের মুহাম্মদ রফিকের পুত্র। তাঁর তিন ছেলে সন্তান রয়েছে। ছোট ছেলের বয়স মাত্র ১২ দিন!নিহতের পরিবার, স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধির সঙ্গে কথা বলে জানাগেছে, জাহেদ গত তিন মাস আগে দেশে ছুটি কাটিয়ে আবুধাবী যান।এরমধ্যে গত বুধবার সন্ধ্যার পরে তাঁর কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে নিকট একটি রেস্তুরায় নাস্তা করতে যাচ্ছিলেন জাহেদ।পথিমধ্যে একটি ব্যক্তিগত গাড়ি তাঁর মোটরসাইকেলকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে সেদেশের একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জাহেদকে মৃত ঘোষণা করেন। নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য মুহাম্মদ শাহীন আলম বৃহস্পতিবার রাতে বলেন, লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে। ওই পরিবারে চলছে শোকের মাতম।
প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।