Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

নোয়াখালীর চাটখিলে মোবাইল ফোন থাকায় ১৪ এইচএসসি পরীক্ষার্থী বহিস্কার

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২১, ৮:৪৮ পিএম

চাটখিল উপজেলায় ১৪জন এইচএসসি পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে চাটখিল সরকারি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কক্ষে মোবাইল ফোন সঙ্গে রাখায় চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম মোসা এ নির্দেশ দেন। বহিস্কৃত ১৪জন পরীক্ষার্থীরা চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজের এইচএসসি শিক্ষার্থী।

এ বিষয়ে জানতে চাইলে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. এস. এম মোসা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন বলেন, দুপুর আড়াইটার দিকে চাটখিল সরকারি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কক্ষে এইচএসসি পরীক্ষার উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র এবং ফিন্যান্স ব্যাংকিং ও বীমা ১ম পত্রের পরীক্ষা চলছিল। এ সময় পরীক্ষা চলাকালীন ১৪ পরীক্ষার্থী চাটখিল সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশ গ্রহণ করে।

তিনি আরও বলেন, পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে ছাত্রদের সঙ্গে মোবাইল ফোন থাকার বিষয়টি টের করতে পেরে ১৪ পরীক্ষার্থীকে তাৎক্ষণিক বহিস্কার করা হয়েছে এবং মোবাইল ফোনগুলো জব্দ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বহিস্কার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ