Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

কলাপাড়ায় আওয়ামী যুবলীগের দুই নেতাকে বহিস্কার

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ৬:২৬ পিএম

কলাপাড়া পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিপক্ষ কাজ করায় যুবলীগের দুই নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারি শনিবার বাংলাদেশ আওয়ামী যুবলীগ পটুয়াখালী জেলা শাখা ও মহিপুর থানা শাখা পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক আলহাজ্জ এ্যাড. মো. আরিফুজ্জামান ও যুগ্ম আহ্বায়ক এ্যাড. মো. শহীদুল ইসলাম শহীদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান,বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি জননেত্রী শেখ হাসিনা কর্তৃক আওয়ামীলীগ থেকে কলাপাড়া পৌরসভা নির্বাচনে বিপুল চন্দ্র হাওলাদারকে নৌকা প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেয়। কিন্তু বালিয়াতলী ইউনিয়ন যুবলীগের সভাপতি, কলাপাড়া উপজেলা শাখার সহ-সভাপতি ও পটুয়াখালী জেলা পরিষদের সদস্য আসলাম হাওলাদার সংগঠনের সিদ্ধান্ত উপেক্ষা করে আ’লীগের বিদ্রোহী প্রার্থীর দিদার উদ্দিন আহম্মেদ মাসুমের পক্ষে কাজ করে যাচ্ছে। এ কারনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশ মোতাবেক আসলাম হাওলাদারকে বালিয়াতলী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও কলাপাড়া উপজেলা শাখার সহ-সভাপতি পদ থেকে বহিস্কার করা হয়েছে।

অপর দিকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মহিপুর থানা শাখার আহ্বায়ক মো. মিজানুর রহমান বুলেট আকন ও যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, বাংলাদেশ আওয়ামী যুবলীগ মহিপুর থানা শাখার সদস্য মো.ফারুক হাওলাদার সংগঠনের সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে কলাপাড়া উপজেলা ও পটুয়াখালী জেলা যুবলীগের সুপারিশ মোতাবেক মো.ফারুক হাওলাদারকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মহিপুর থানা শাখার সদস্য পদ থেকে বহিস্কার করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বহিস্কার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ