Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেট নগরীতে এক নারীর আত্মহত্যা

দাম্পত্য কলহের জেরে গলায় ফাঁস

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২১, ৩:৪২ পিএম

দাম্পত্য কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সিলেট নগরীতে এক নারী। তার নাম সুমী আক্তার। গতকাল মঙ্গলবার বিকেলে ৫ টায় নগরীর চালিবন্দরের বউ বাজার থেকে তার লাশ উদ্ধার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যান কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ ও সোবানিঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ মুরশেদ আলম। সোবাবানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ মুরশেদ আলম বলেন, আমরা ঘটনার খবর পাওয়া মাত্র গিয়ে ঐ বাসায় গিয়ে দেখি ভিতর থেকে দরজা বন্ধ। তারপর মৃত সুমি আক্তারের পরিবারের সদস্য ও এলাকার মানুষের সহযোগীতায় দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করি। স্থানীয়দের সাথে কথা বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় দাম্পত্য কলহের জেরে সুমি আক্তার আত্মহত্যা করেন। এ ঘটনায় সুমি আক্তারে স্বামী সুজাত মিয়া ও তার ছোট ভাইকে জিজ্ঞাসা বাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এসএমপির কোতয়াালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় দাম্পত্য কলহের জেরে আত্মহত্যা করেছেন সুমি আক্তার। এ ঘটনায় ওর স্বামী ও দেবর জিজ্ঞাসাবাদে জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ