Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজস্থানের আজমীর শরীফে চিত্রনায়ক নিরব

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২১, ১০:৫৮ এএম

ঢাকাই সিনেমার চিত্রনায়ক নিরব গত ৩ ডিসেম্বর ঢাকা থেকে রাজস্থান উড়াল দেন, ভারতীয় মেগা প্রজেক্টের শুটিংয়ের কাজে। মূলত কাজের জন্যই সেখানে যাওয়া হলেও সোমবার (৬ ডিসেম্বর) বিকালে রাজস্থানের বিখ্যাত আজমির শরিফে যান তিনি। সেখানে গিয়ে হাত তোলেন, প্রার্থনা করেন সবার মঙ্গল চেয়ে। সম্প্রতি আজমির শরিফের সামনে তোলা কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এই অভিনেতা।

আজমীরে শরিফে গিয়ে পরিবার, আত্মীয়স্বজনের জন্য হাত তুলে দোয়া করেছেন নিরব। বিশেষ করে তার দুই মেয়ের জন্য দোয়া করেছেন এ চিত্রনায়ক। নিরব বলেন, ‘আমি আমার দুই মেয়ের জন্য দোয়া করেছি। স্ত্রী, বাবা-মার জন্য দোয়া করেছি। আমার দেশ ও দেশের মানুষ যেন ভালো থাকে, শান্তিতে থাকে সেই দোয়া করেছি। অদ্ভুত একটা অনুভূতি হলো এখানে এসে। মনে প্রশান্তি পেলাম।’

এদিকে নিরবের সবচেয়ে প্রিয় বন্ধু চিত্রনায়ক ইমন অডিও কেলেংকারিতে বেকায়দায় রয়েছেন। তার জন্যও দোয়া করেছেন জানিয়ে নিরব বলেন, ‘ইমন আর আমার দীর্ঘদিনের পথচলা। ওর খারাপ কিছু হলে সেটা অবশ্যই আমাকে বেদনা দেয়। ও যেন উটকো কোনো বিপদে না পড়ে সেটা সবসময়ই চাই। আমি বিদেশে আছি যখন সে একটা ঝামেলায় পড়েছে। আশা করছি সে সব রকম বিপদ কাটিয়ে উঠবে। ওর জন্যও আমি দোয়া করেছি।’

ইমন পরিস্থিতির শিকার হয়েছে বলে মনে করেন ‘আব্বাস’খ্যাত নায়ক নিরব। তিনি বলেন, ‘মাহির সঙ্গে যে ভাষায় কথা বলা হয়েছে সেটা নিম্ন রুচির। লজ্জার। একজন শিল্পীর সঙ্গে এভাবে কথা বলা প্রত্যাশাই করা যায় না।’

রাজস্থানে যাওয়া প্রসঙ্গে সংবাদমাধ্যমকে নিরব জানান, ভারতের একটি সিনেমার কাজে সেখানে অবস্থান করছেন। কিন্তু সিনেমাটি ব্যাপারে এখনই কোনো তথ্য দিতে চান না এ অভিনেতা। ৯ ডিসেম্বর দেশে ফিরবেন নিরব। তখনই জানাবেন বিস্তারিত, চমকে দিবেন সবাইকে।

গত ২৪ নভেম্বর মুক্তির অনুমতি পেয়েছে নিরব অভিনীত ‘অমানুষ’ সিনেমাটি। ডিসেম্বরে এ সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। ওটিটি প্ল্যাটফর্ম, প্রেক্ষাগৃহ ও টেলিভিশনে একই সঙ্গে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন এর নির্মাতা অনন্য মামুন। এ সিনেমায় নিরবের বিপরীতে অভিনয় করেছেন মিথিলা। নিরব-মিথিলা ছাড়া এতে আরও অভিনয় করেছেন নওশাবা, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, শাহেদ আলী সুজন, আনন্দ খালেদ প্রমুখ।

উল্লেখ্য, মুসলিম শরিফ তীর্থ আজমির শহরটি আজকের নয়। পাহাড় বেষ্টিত আনা সাগরের তীরে ৪৮৬ ফুট উচ্চে রমনীয় পরিবেশে সবুজ মরুদ্যানের মত রুপ পেয়েছে শহর। ধর্ম, ইতিহাস আর স্থাপত্য সমন্বয় ঘটেছে এখানে। তেমনই সর্বধর্ম সমন্বয়ে মিলনক্ষেত্র ও পূণ্যভূমি ভারতের এই আজমির। এখানে আছে হযরত খাজা মইনুদ্দিন হাসান চিশতী (র:) এর মাজার। যা আজমির শরীফ হিসেবে পরিচিত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ