Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রুপ সেরা হয়ে শেষ আটে ঢাকা আবাহনী

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২১, ৮:৫৯ পিএম

ঘরোয়া ফুটবলের মৌসুমসূচক টুর্নামেন্ট স্বাধীনতা কাপে ‘এ’ গ্রুপ সেরা হয়েই শেষ আটে জায়গা পেল ঢাকা আবাহনী লিমিটেড। মঙ্গলবার রাতে কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দুই ব্রাজিলিয়ানের ঝলকে আবাহনী ৩-১ গোলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। বিজয়ী দলের হয়ে ব্রাজিলের ফরোয়ার্ড ডোরিয়েলটন গোমেজ নাসিমেন্তো দু’টি ও রাফায়েল অগাস্তো দি সিলভা একটি গোল করেন। রহমতগঞ্জের পক্ষে একমাত্র গোলটি আসে টুটুল হোসেন বাদশার আত্মঘাতি থেকে। আবাহনীর পক্ষে অভিষেক ম্যাচেই জোড়া গোল পেয়েছেন ব্রাজিলের নাসিমেন্তো।

মঙ্গলবার ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আবাহনী। তবে ম্যাচের ধারার বিপরীতে প্রথমে পিছিয়ে পড়ে তারা। ১৫ মিনিটে রহমতগঞ্জের আশরাফুলের থ্রু পাস ধরে ডান দিক দিয়ে আক্রমণে উঠেন ঘানার ফরোয়ার্ড ফিলিপ আজাহ টেট্টি। বল নিয়ে এগিয়ে যেতে তিনি দুই দফা ট্যাকলের শিকার হয়ে পড়ে গেলেও উঠে দাঁড়িয়ে কাট ব্যাক করেন। গোলমুখে বল পান এনামুল হোসেন। তিনি প্লেসিং শট নিলে বল আবাহনীর ডিফেন্ডার টুটুল হোসেন বাদশার পায়ে লেগে জালে জড়ায় (১-০)। তবে তিন মিনিট পরই সমতায় ফেরে আবাহনী। ম্যাচের ১৮ মিনিটে ড্যানিয়েল কলিন্দ্রেসকে বক্সে ফাউল করেন মোহাম্মদ তারেক। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে স্পট কিক থেকে গোল করেন নাসিমেন্তো (১-১)। সমতা নিয়ে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে আরো দুই গোল আদায় করে নেয় আবাহনী। ম্যাচের ৫১ মিনিটে ইমন মাহমুদের থ্রু পাস ধরে বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা রাফায়েল কাটব্যাক করেন গোলমুখে। দারুণ ব্যাক হিলে গোল করে আবাহনীকে এগিয়ে নেন নাসিমেন্তো (২-১)। ধারাবাহিক আক্রমণের মুখে ম্যাচের ৭০ মিনিটে তৃতীয় গোল পায় ঢাকার আকাশি-হলুদরা। এসময় রাফায়েলকে বক্সে ফাউল করেন সানোয়ার। রেফারি পেনাল্টি দিলে হ্যাটট্রিক পূরণের সুযোগ থাকলেও শট নিতে চাননি নাসিমেন্তো। বল তুলে দেন স্বদেশি রাফায়েলকে। তিনি স্পট কিকে গোল করে ব্যবধান বাড়ান (৩-১)। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আবাহনী লিমিটেড। তিন দলের এই গ্রুপে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা আবাহনী। এক জয়ে ৩ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয়ে সেরা আটে উঠেছে নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘ। আর টানা দুই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে রহমতগঞ্জ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ