মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ভারতের সাথে তার দেশের পার্থক্য থেকে মিল বেশি। আশা করছি ভবিষ্যতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। চীনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত ভিক্রম মিসরির সাথে এক ভার্চ্যুয়াল বৈঠকে এ কথা বলেন তিনি। ওয়াং ই বলেন, চীন-ভারত সম্পর্কে সুযোগ ও চ্যালেঞ্জ উভয়ই রয়েছে। যদিও গত কয়েক বছর ধরে কিছু চ্যালেঞ্জ সেসব সুযোগ সৃষ্টির পথ আটকে রেখেছে। আমরা সব পর্যায়ে যোগাযোগ অব্যাহত রেখেছি। বর্তমানে যেসব ইস্যুতে বাধা সৃষ্টি হয়েছে আশা করছি দ্রুত সেসব সমাধান হবে। দুই দেশের সম্পর্ক ইতিবাচক দিকে ধাবিত হবে। ভার্চ্যুয়াল বৈঠকে চীনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত ভিক্রম মিসরির ভূমিকার প্রশংসা করেছেন ওয়াং ই। তিনি বলেন, গত ৩ বছর আপনি দুই দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আশা করছি ভবিষ্যতেও আপনি তাই করবেন। সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।