নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : গতকাল রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে আন্তর্জাতিক টেনিসের বালিকা এককের ফাইনালে জিংগি ওয়াং ৬-২, ৬-২ গেমে ভারতের কেশপ তানিশাকে হারিয়ে শিরোপা জেতেন। বালক এককের ফাইনালে ভারতের রিসাব শারদা ৬-৪, ৭-৬ গেমে কোরিয়ার চ্যাং ওক পার্ককে হারিয়ে চ্যাম্পিয়ন হন। বালক দ্বৈতে ৪-৬, ৬-৪, ১০-৪ গেমে কোরিয়ার দিহান কিম ও জংহান লি জুটিকে হারিয়ে শিরোপা জিতেছেন ভারতের গুঞ্জন জাদেশ ও সাচ্চি শর্মা জুটি। বালিকা দ্বৈতের ফাইনালে আমেরিকার ক্যাথি লাফ্রান্স ও কোরিয়ার মিন পার্ক জুটি ১-৬, ৬-৪ ও ১০-২ গেমে চীনের জুজিয়াও চে ও জিংজে ওয়াং জুটিকে হারান। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি। এ সময় টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক মীর খুরসিদ আনোয়ার, সহ-সভাপতি মোহাম্মদ আলী দ্বীন, আবু সালেহ মো: ফজলে রাব্বি খান ও টুর্নামেন্ট ডিরেক্টর লুৎফর রহমান ছান্টু উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বাংলাদেশসহ চীন, ভারত, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, ফিলিপাইনস, সিঙ্গাপুর, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, আমেরিকা এবং ভিয়েতনামের ৫৯ জন বালক ও ৩৪ জন বালিকা অংশ নেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।