Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফু-ওয়াং ফুডসের লভ্যাংশ অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

শেয়ারবাজারে তালিকাভুক্ত ফু-ওয়াং ফুডসের ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এজিএমে কোম্পানিটির পরিচালনা পরিষদের ঘোষিত ১ দশমিক ৬৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। 

গত মঙ্গলবার কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হয়।

ফু-ওয়াং ফুডসের চেয়ারম্যান আব্দুল কাদেরের সভাপতিতত্বে এজিএমে ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা। প্রথমবারের মতো আয়োজিত ভার্চুয়াল সভায় শেয়ারহোল্ডাররা সন্তোষ প্রকাশ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ আহমেদ চৌধুরি সিআইপি, পরিচালক আফসানা তারান্নুম, স্বতন্ত্র পরিচালক কাজী তোফাজ্জল হোসেন ও সৈয়দ জিসান।
সভা পরিচালনা করেন কোম্পানি সচিব শারিফ আল মাহমুদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফু-ওয়াং-ফুড
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ