মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে সম্পত্তি নিয়ে বিবাদের জের ধরে চাচাতো ভাই, তার স্ত্রী ও মেয়েকে খুন করে এক যুবক। পশ্চিমবঙ্গের চ-ীতলার নৈটির বাসিন্দা শ্রীকান্ত ঘোষের লাশ উদ্ধার হয় গোবরা রেলস্টেশন থেকে। পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় হাওড়া বর্ধমান কর্ড শাখার তিন নম্বর লাইনে শ্রীকান্ত ঘোষের দ্বিখ-িত লাশ উদ্ধার করে কামারকু-ু জিআরপি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের দিয়ে লাশ শনাক্ত করা হয়। সোমবার সকালে হুগলির চ-ীতলার নৈটি এলাকার বাসিন্দা সঞ্জয় ঘোষ, তার স্ত্রী মিতা এবং তাদের মেয়ে শিল্পাকে কুপিয়ে খুন করেন শ্রীকান্ত। প্রথমে শাবল, পরে চাপাতি দিয়ে আঘাত করে তাদের খুন করেন তিনি। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন শ্রীকান্ত। পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছিল। তবে শ্রীকান্ত আত্মহত্যা করায় মোটেই খুশি নন প্রতিবেশীরা। আইনের বিচারে তার কঠিন সাজা হওয়া উচিত ছিল বলে মনে করেন তারা। প্রতিবেশী শুভেন্দু দত্ত বলেন, এটি কোনো শাস্তি নয়। এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।