Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার ওমিক্রন ঝুঁকিতে দেশের ক্রীড়াঙ্গন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২১, ৮:১১ পিএম

প্রাণঘাতি করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবে প্রায় দুই বছর ধরে আতঙ্কগ্রস্থ গোটা পৃথিবী। যদিও এ বছরের মাঝামাঝিতে এই মরণব্যাধির প্রভাব কিছুটা কমেছিল। তবে সম্প্রতি করোনার নতুন ধরণ ওমিক্রন বিশ্বব্যাপী হানা দেয়ায় মানুষের মাঝে আতঙ্ক ফের জেগে উঠেছে। ওমিক্রনের প্রভাবে প্রতিদিনই বিশ্বের বিভিন্ন দেশ তাদের ফ্লাইট শিডিউল, কোয়ারেন্টিন ও স্বাভাবিক কর্মকা-ে নিয়ম নীতির পরিবর্তন আনছে। গবেষকদের দাবি করোনাভাইরাসের অন্য সব ভ্যারিয়েন্টের চেয়ে অনেক বেশি শক্তিশালী ওমিক্রন। তাই সচেতন না হলে এতে আক্রান্ত হতে পারে যে কেউ।

ওমিক্রনের প্রভাবে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের ক্রীড়াঙ্গনও রয়েছে ঝুঁকির মুখে। প্রতিদিনের স্বাভাবিক কর্মকা-ে পরিবর্তন আসলে বন্ধ হয়ে যেতে পারে বাংলাদেশের ক’টি ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রীড়া আসর। দেশে এখন চলছে একটি করে ঘরোয়া ও আন্তর্জাতিক প্রতিযোগিতা। স্বাধীনতা কাপ টুর্নামেন্ট দিয়ে গত মাসের শেষ দিকে মাঠে গড়িয়েছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। আর আন্তর্জাতিক প্রতিযোগিতার মধ্যে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট চলমান। যদিও বৃষ্টির কারণে প্রায় আড়াই দিন খেলা হয়নি এই টেস্টের। গত শনিবার মাঠে গড়ালেও সোমবার পর্যন্ত তিন দিনে মাত্র ৬৩.২ ওভার খেলা হয়েছে। তবে দু’টি আন্তর্জাতিক প্রতিযোগিতা এ মাসেই ঢাকায় শুরু হওয়ার কথা। সবকিছু ঠিক থাকলে পাঁচ জাতির সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল টুর্নামেন্ট মাঠে গড়াবে ১১ ডিসেম্বর থেকে। আর ১৪ ডিসেম্বর থেকে মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হবে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি টুর্নামেন্টের খেলা। এ দুই আসর চলবে যথাক্রমে ২০ ও ২৩ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন দেশ ফ্লাইট শিডিউল ও কোয়ারেন্টিন নিয়মে পরিবর্তন আনায় এ দুই টুর্নামেন্ট পড়েছে কিছুটা ঝুঁকির মধ্যে। একটু বেশি ঝুঁকি রয়েছে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি টুর্নামেন্ট আয়োজনে। কারণ ওমিক্রন শনাক্ত হওয়া দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপান। এ চারটি দেশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বুধবার থেকে ঢাকায় আসা শুরু করবে। ওমিক্রন নিয়ে কিছুটা চিন্তিত থাকলেও বাংলাদেশ হকি ফেডারেশেন (বাহফে) টুর্নামেন্ট আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এ তথ্য সোমবার জানান বাহফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। তিনি বলেন,‘ভারত, জাপান, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ায় ওমিক্রন শনাক্ত হলেও খুবই অল্প কয়েকজন মধ্যে তা পাওয়া গেছে। ওই দেশগুলোর সঙ্গে আমাদের এখনো ফ্লাইট যোগাযোগ রয়েছে। আমাদের সরকার শুধুমাত্র দক্ষিণ আফ্রিকা ও আফ্রিকা মহাদেশের সাতটি দেশের ব্যাপারে কোয়ারেন্টিন বেশি কড়াকড়ি করেছে। ফলে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে বদ্ধ পরিকর।’ তিনি আরো জানান, এশিয়ান হকি ফেডারেশনের কর্মকর্তারা বুধবার ঢাকায় এসে ওমিক্রন ও করোনা পরিস্থিতিতে নিরাপত্তা সুরক্ষা বলয় নিয়ে বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। এদিকে সাফ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন,‘আমরা মেয়েদের টুর্নামেন্ট আয়োজন করতে সম্পূর্ণ প্রস্তুত। সাফ অনূর্ধ্ব-১৯ নারী টুর্নামেন্ট খেলতে অংশগ্রহণকারীরা বুধবারের মধ্যে ঢাকায় আসবে। টুর্নামেন্ট শুরুর আগে ওমিক্রনের প্রভাবে যদি পরিস্থিতি খারাপ হয় তখন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রীড়াঙ্গন

১২ সেপ্টেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ