Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

না জানিয়ে বিয়ে করায় বোনের শিরচ্ছেদ, অতপর পরিবারের উল্লাস!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২১, ৩:৪৪ পিএম

পরিবারকে না জানিয়ে বিয়ে করায় ১৯ বছর বয়সী বোনকে শিরচ্ছেদ করেছে তার ভাই। তারপর পরিবারের লোকজন বাড়ির বাইরে বের হয়ে উল্লাস করেছে। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের আওরঙ্গাবাদে। সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, শিরচ্ছেদের শিকার তরুণী গর্ভবতী ছিলেন। তার কাটা মাথা প্রতিবেশীদের দেখিয়েছেন মা শোভা সঞ্জয় মোটে এবং ভাই সঙ্কেত সঞ্জয় মোটে। না জানিয়ে বিয়ে করার বিষয়টিকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করে তার শিরচ্ছেদ করেছেন পরিবারের লোকেরা। আর এ ঘটনাকেই উৎকৃষ্ট বলে মনে করেছে তারা।
নিহত তরুণীর ভাই প্রতিবেশীদের জানিয়েছে, বোন না জানিয়ে বিয়ে করার কারণে তার শিরশ্ছেদ করে পরিবারের সম্মান ফেরানো হয়েছে।
পুলিশ বলছে, অভিযুক্ত ভাই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে আছেন। সূত্র: এএনআই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ