মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিয়ানমারে বিক্ষোভ চলাকালীন নিরাপত্তা বাহিনীর গুলিতে পাঁচ জন নিহত হয়েছে। ইয়াংগুনে রবিবার সকালে এ ঘটনা ঘটে। এর জের ধরে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীকে গণমাধ্যম রয়টার্সকে জানায়, অনেক মানুষ আহত হয়েছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও শেয়ার করা হয়েছে তাতে দেখা যায় কী নৃশংসভাবে বিক্ষোভকারীদের ওপর গাড়ি চালানো হয়েছে। এ ঘটনার পর লাশ রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে। সকালের এই ঘটনার প্রতিবাদে রবিবার ইয়াংগুনে আরেকদফা বিক্ষোভ হয়েছে। ফেব্রুয়ারি থেকে মিয়ানমারে জান্তা সরকার ক্ষমতায় আসার পর ১৩’শর মত মানুষের প্রাণহানি ঘটেছে। এই নৃশংস ঘটনার পর মিয়ানমারের জাতীয় ঐক্য সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে জানিয়েছে, “আমরা সামরিক বাহিনীকে কঠোর জবাব দেব যারা নিরস্ত্র শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের নৃশংস ও অমানবিকভাবে হত্যা করেছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।