Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিবারের সবার হাতে অস্ত্রসহ ছবি পোস্ট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

মার্কিন কংগ্রেসের সদস্য থমাস ম্যাসি স্থানীয় সময় শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। ওই ছবিতে তিনিসহ পরিবারের অন্য সদস্যদের হাতে ভারি অস্ত্র দেখা যাচ্ছে। অস্ত্র হাতে হাস্যোজ্জ্বলভাবে দেখা যাচ্ছে তাদের। যুক্তরাষ্ট্রের মিশিগানের একটি স্কুলে এক শিক্ষার্থী গুলি চালালে চারজন নিহতের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের মধ্যে তিনি এ ধরনের ছবি পোস্ট করলেন। টুইটারে এক পোস্টে ওই ছবির ক্যাপশনে থমাস ম্যাসি লিখেছেন, মেরি ক্রিসমাস। দয়া করে গোলাবারুদ নিয়ে আসুন সান্তা। এদিকে গত মঙ্গলবার স্কুলে গুলি চালানোর ঘটনায় ১ ও ৫ বছর বয়সী ইথান কুম্বলের মা-বাবাকে আটক করেছে মার্কিন পুলিশ। ক্রিসমাসে ছেলেকে অস্ত্র কিনতে দেওয়া এবং অস্ত্রসংক্রান্ত বিষয়ে তাকে সতর্ক না করার অভিযোগে তাদের আটক করা হয়েছে। জানা গেছে, থমাস ম্যাসি রিপাবলিকান দলের সদস্য। তার পোস্ট করা ছবি পরিবারের সদস্যদের হাতে এম৬০ মেশিনগান, এআর-১৫ সেমি-অটোমেটিক রাইফেল এবং সাব-মেশিনগান দেখা যায়। কিছু সেমি-অটোমেটিক অস্ত্র মেশিনগানের মতো সম্প‚র্ণ অটোমেটিক অস্ত্রের মতো দেখতে। সে রকম ডিজাইনেই তৈরি করা হয়। অথচ মার্কিন আইন অনুসারে মেশিনগানের মতো অস্ত্র ব্যবহারের সীমাবদ্ধতা রয়েছে। মেট্রো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ