মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আঞ্চলিক সফরের অংশ হিসেবে সউদী আরব সফরে গেলেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ। সউদী যুবরাজ মোহাম্মদ বিন সালমান তাকে সউদী সফরের জন্য স্বাগত জানিয়েছেন। ম্যাখোঁ গতকাল সকালে জেদ্দায় পৌঁছান। এ সময় মক্কার গভর্নর ও রাজকীয় উপদেষ্টা প্রিন্স খালিদ আল-ফয়সাল বিমানবন্দরে তাকে স্বাগত জানান। উপসাগরীয় সফরের অংশ হিসেবে ৩ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে তিনি সউদী আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার সফর করবেন।
জানা গেছে, এ সফরে ম্যাখোঁ সউদী যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন। আঞ্চলিক ইস্যু ছাড়াও তারা লেবানন সঙ্কট নিয়ে আলোচনা করবেন। বিদ্যুৎ, অর্থ ও পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হবে বলে আশা করেছেন দুই দেশের বিভিন্ন প্রতিষ্ঠান।
এর আগে দুবাইতে সাংবাদিকদের ম্যাখোঁ বলেন, সউদী আরব উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে জনবহুল ও শক্তিশালী দেশ। তাছাড়া মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার মূল চাবিও তাদের কাছে। ইরানের সঙ্গে পরমাণু চুক্তিতেও সউদী ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন তিনি।
ম্যাখোঁর এই সফরে ফ্রান্সের বিভিন্ন কোম্পানির ব্যবসায়ী প্রতিনিধি দল রয়েছে। উপসাগরীয় অঞ্চলে উপস্থিতির অভাব দেখা দেওয়ায় নানা বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কারণ এ অঞ্চলের দেশগুলো ওয়াশিংটনের সরব উপস্থিতি আশা করে। সূত্র : আরব নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।