মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানের জন্য মার্কিন বিশেষ প্রতিনিধি থমাস ওয়েস্ট তালেবানের সর্বোচ্চ নেতা মোল্লা হাইবাতুল্লাহ আখুন্দ কর্তৃক প্রকাশিত নারী অধিকার সংক্রান্ত সাম্প্রতিক ডিক্রিকে স্বাগত জানিয়েছেন। টমাস ওয়েস্ট একটি টুইটার পোস্টে আফগানিস্তানে মেয়েদের জোরপূর্বক বিয়ে নিষিদ্ধ করার প্রশংসা করেছেন। খামা প্রেস।
থমাস ওয়েস্ট বলছেন, আফগানিস্তানে নারীদের অধিকার নিশ্চিত করার জন্য আরও কিছু করা দরকার। বিদ্যালয়, কর্মক্ষেত্র, রাজনীতি এবং মিডিয়াসহ সমাজের প্রতিটি ক্ষেত্রেই নারীর অধিকার রক্ষা করতে হবে।
তালেবান সরকারের নির্দেশনাগুলো হল- (১) বিয়ে করার সময় মহিলাদের সম্মতি আবশ্যক। কোনো নারীকে এমন কাউকে বিয়ে করতে বাধ্য করা যাবে না, যাকে সে অপছন্দ করে। (২) শান্তির বিনিময়ে বা শত্রুতা অবসানের জন্য কেউ মেয়েকে বিয়ে করতে পারে না। (৩) স্বামীর মৃত্যুর পর কেউ বিধবা নারীকে কাউকে বিয়ে করতে বাধ্য করতে পারবে না। (৪) একজন বিধবা চাইলে সন্তানকে তার কাছে রাখতে পারবে। (৫) স্বামীর মৃত্যুর পর তার সম্পত্তিতে নারীর অংশ স্থির করা হয়েছে। (৬) কেউ নারীকে এবং তার সন্তানদের সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারবে না। (৭) যারা একাধিক নারীকে বিয়ে করে তাদের প্রত্যেক স্ত্রীকে অধিকার দিতে হবে এবং স্বামী-স্ত্রীর মধ্যে ন্যায়বিচার বজায় রাখতে হবে।
ডিক্রিটি আলেম সমাজ, উপজাতীয় প্রবীণ নেতা, লেখক এবং সমস্ত প্রাসঙ্গিক সংস্থাকে বাস্তবায়ন করতে আহ্বান জানানো হয়েছে। আফগান সমাজে মহিলাদের অধিকার সম্পূর্ণরূপে বাস্তবায়ন নিশ্চিত করতে নিজ নিজ উপায় ব্যবহার করতে বলা হয়েছে। সূত্র : খামা প্রেস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।