প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
একসময়ের আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব এখন বিনোদন জগত ছেড়ে বেছে নিয়েছেন ইসলামের পথ। নিয়মিত নামাজ পড়েন, রোজা রাখেন, চলাফেরাও করেন বোরকা-হিজাব পরে। সেই সানাই মাহবুব হঠাৎ ফেসবুক লাইভে এসে মামলার হুমকি দিয়েছেন। তার অভিযোগ কিছু অসাধু ফেসবুক ইউজারের বিরুদ্ধে। যারা তার আগের ছবি ও ভিডিও ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে বলে দাবি সানাইয়ের।
দীর্ঘদিন পর লাইভে এসে সানাই মাহবুব বলেন, ‘অনেক ফেসবুক গ্রুপ ও ইউটিউব চ্যানেল থেকে আমার আগের লাইভ, গানসহ নানা কিছু প্রকাশ করা হচ্ছে। মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আমি এখন ইসলামের পথে রয়েছি। এসব করা আইনের পরিপন্থী। আমার ভিডিও ব্যাবহার করে, টাকা কামানোর এসব হীন কাজ কিভাবে করতে পারেন আপনারা! তাই আমি আইনি পথে চলার সিদ্ধান্ত নিয়েছি। দ্রুতই এসব চ্যানেল কিংবা গ্রুপের বিরুদ্ধে মামলা করবো। একজন পর্দাশীল নারী যে কতটা পাওয়ারফুল হতে পারে তা আপনারা দেখবেন। আমি চাই আপনারা যারা এমন করছেন তারা এসব বন্ধ করুন। না হয় আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব।’
উল্লেখ্য, সিনেমার নায়িকা হওয়ার জন্য শোবিজে আসেন সানাই। কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধও হয়েছিলেন। কিন্তু হঠাৎ সার্জারি করিয়ে বিতর্কের তুঙ্গে চলে আসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একসময় অশ্লীল ছবি ও ভিডিও পোস্ট করে আটকও হয়েছিলেন। এরপর ক্ষমা চেয়ে ছাড়া পান। মাঝে অসুস্থ হয়ে আইসিইউতে কঠিন সময় পার করার পর পুরোপুরিই পাল্টে যান তিনি। গত জুলাই মাসে তিনি ঘোষণা দেন, শোবিজ ছেড়ে ইসলামী জীবন বেছে নিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।