Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

প্রশংসা কুড়াচ্ছে নিথর মাহবুবের আগুন্তুক

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘আগুন্তুক’ শিরোনামের একটি গান এবং এর মিউজিক ভিডিও। গতানুগতিক প্রেম-ভালোবাসার মিউজিক ভিডিও থেকে সরে গিয়ে বাস্তবতার নিরিখে নির্মিত গানটি বেশ প্রশংসা কুড়াচ্ছে। গানটির কথা ও সুর করার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন নিথর মাহবুব। গত বৃহ¯পতিবার ‘নিথর মিউজিক’ নামে একটি ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে ঢাকা শহরে আসা গ্রামের এক মেধাবী বেকার যুবকের জীবনের গল্প ফুটে উঠেছে ৪ মিনিটের এই এই গানের মিউজিক ভিডিওতে। গতবাধা প্রেমের গল্প নয়, এ যেন সকল বেকার যুবকের বাস্তব জীবনের এক করুণ কাহিনী। গানটির চিত্রনাট্য ও মিউজিক ভিডিও পরিচালনা করেছেন নিথর মাহবুব নিজেই। গানটি স¤পর্কে নিথর মাহবুব বলেন, এটি আমার প্রথম গান। বাস্তবতার চিত্র নিয়ে গানটি লেখা। এতে ঢাকা শহরে আসা এক বেকার যুবকের জীবনের গল্প তুলে ধরা হয়েছে। গল্পের প্রয়োজনে গানটির দৃশ্যধারনে কোন কার্পণ্য করিনি। গানটির দৃশ্যধারনের জন্য ছুটে গিয়েছি ঢাকাসহ ঢাকার বাইরে বিভিন্ন লোকেশনে। এটি শুধু একটি গান নয়। এই গানের ৪ মিনিটের মিউজিক ভিডিওটি দর্শক দেখলে একটি সিনেমার স্বাদ পাবে বলে, আমি মনে করি। গানটিতে একটি গল্প তুলে ধরা হয়েছে, যা বেকার তরুণরা তাদের জীবনের সাথে মিল পাবেন। আমি মনে করি, বর্তমান পরিস্থিতিতে এখনও বেকারত্বের হার অনেক বেশি। অনেক যুবক গ্রাম থেকে ঢাকা শহরে আসেন চাকরীর জন্য। তাদের সাথে কি হচ্ছে, আর কি ঘটছে এই গানটি দেখলে বোঝা যাবে। টফি রেনারের ব্যানারে গানের সজ্ঞীতায়োজন করেছেন শাইলু শাহ্। গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন ফয়সাল মাহমুদ ও গুঞ্জন। এছাড়া আরও রয়েছেন রূপচান, মনতাজ আলী, মালা বেগমসহ আরও অনেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রশংসা কুড়াচ্ছে নিথর মাহবুবের আগুন্তুক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ