পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
হঠাৎই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। রোববার (২৩ অক্টোবর) তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ও খন্দকার মাহবুব হোসেনের জুনিয়র মোহাম্মদ শিশির মনির এবং মো. মাসুদ রানা এই তথ্য নিশ্চিত করেছেন।
মাসুদ রানা বলেন, ‘স্যার গতকাল রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, বমি করেন। তার শরীর খারাপ। এসব কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, ‘স্যার কয়েকদিন আগে সিঙ্গাপুর থেকে চেকআপ করে এসেছেন। বড় ধরনের কোনো সমস্যা নেই তার শরীরে। স্যারের এখন বয়স ৮৬ বছর।’
উল্লেখ্য. কিছুদিন আগেও মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র এই আইনজীবী। পরে আইসিইউ থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন তিনি। সবশেষ রোববার স্বাস্থ্যের অবনতি হওয়ার আবারও হাসপাতালে ভর্তি হলেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।