Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাভিশনে শুরু হচ্ছে গুলশান এভিনিউ সিজন ২

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২১, ১২:০৫ এএম

প্রায় এক দশক পর আজ থেকে শুরু হচ্ছে বাংলাভিশনের নিজস্ব প্রযোজনায় নির্মিত নতুন মেগা ধারাবাহিক নাটক ‘গুলশান এভিনিউ সিজন ২’। সম্পর্কের টানাপোড়েন আর এক বনেদি বাড়ির অন্দরের বিচিত্র জীবনের কাহিনীসহ নানান সম্পর্কের দিক নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিকটি। তারিক আনাম খান-এর নির্বাহী প্রযোজনা ও নিমা রহমান-এর রচনা ও পরিচালনায় নাটকটি প্রচার হবে প্রতি সপ্তাহে বুধ থেকে রবিবার রাত ৮টা ২০মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, তানভীন সুইটি, দীপা খন্দকার, ফারজানা চুমকি, মিম চৌধুরী, সুব্রত চক্রবর্তী, চৌধুরী মাজহার আলী, শতাব্দী ওয়াদুদ, শেলী আহসান, মো: সিরাজুল ইসলাম, রিয়াদ রায়হান, তৃষ্ণা হাওলাদার, আফরোজা আক্তার, নিলুফার ইয়াসমিন, অধরা প্রিয়া, নাঈমা আলম, মোস্তাফিজ শাহিন, জোনায়েদ বোগদাদী, সালমান আরাফাত ও আরো অনেকে। বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, ‘সকল শ্রেণীর দর্শকদের জন্য এই মেগা ধারাবাহিক নাটক। পার্শ্ববর্তী দেশের সিরিয়ালগুলো আমাদের দেশের মা-বোনরা দেখেন গল্পের বিভিন্ন টুইস্ট-এর জন্য। তাদের কথা মাথায় রেখে এবং আমাদের ভূ-খন্ড, মা, মাটি ও মানুষের কথা নিয়ে তৈরি হয়েছে এই ধারাবাহিক নাটক। গল্পটি খুবই ভালো। আশা করি, এই ধারাবাহিকটি দীর্ঘ হবে ও জনপ্রিয়তা লাভ করবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাভিশন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ