নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : ওয়ালটন-ডিআরইউ মিডিয়া কাপ ফুটবলে সেরার খেতাব জিতেছে বাংলাভিশন। গতকাল শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে তারা টাইব্রেকারে ৩-২ গোলে ডেইলি স্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ের খেলা গোলশূণ্য ড্র হলে টাইব্রেকারে ফলাফল নির্ধারণ হয়। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলাভিশনের গোলরক্ষক দিপন দেওয়ান। ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরষ্কার বিতরণ করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের হেড অব গেমস এন্ড ওয়েলফেয়ার এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। এসময় ডিআরইউ সভাপতি সভাপতি জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও ক্রীড়া সম্পাদক মজিবুর রহমান উপস্থিত ছিলেন। চ্যাম্পিয়নরা পায় ট্রফি ও ৪০ হাজার টাকা এবং রানার্স আপ দলকে ট্রফির সঙ্গে দেয়া হয় ২০ হাজার টাকার চেক। উভয় দলের খেলোয়াড়রা ব্যক্তিগত মেডেলও পান। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাকে ট্রফির সঙ্গে পাঁচ হাজার টাকা করে অর্থ পুরস্কার দেয়া হয়। এর আগে, সকালে প্রথম সেমি-ফাইনালে বাংলাভিশন টাইব্রেকারে ১-০ গোলে এটিএন বাংলাকে এবং দ্বিতীয় সেমিতে ডেইলি স্টার ৩-০ গোলে সংবাদ প্রতিদিনকে হারিয়ে ফাইনালে উঠে। সেমিফাইনালে পরাজিত দুই দল পায় পাঁচ হাজার টাকা করে অর্থ পুরস্কার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।