Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ বাংলাভিশনের এক যুগপূর্তি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

‘দৃষ্টি জুড়ে দেশ’-এই শ্লোগান নিয়ে ২০০৬ সালের ৩১ মার্চ আনুষ্ঠানিক সমপ্রচার শুরু হয় বাংলাভিশনের। আজ ১২ বছর শেষে ১৩ বছরে পদার্পণ করছে জনপ্রিয় এই স্যাটেলাইট টেলিভিশন। শুরু থেকেই বাংলাভিশনের উদ্দেশ্য ছিলো বাংলা সংস্কৃতি এবং বাংলাদেশি সংস্কৃতি সঠিকভাবে দর্শকের সামনে তুলে ধরা। ৩১ মার্চ, ২০১৮ প্রতিষ্ঠাবার্ষিকীতে ১৩ বছরের যাত্রাকে বাংলাভিশন উদ্যাপন করবে বিশেষ অনুষ্ঠানমালার মধ্যদিয়ে। রাত ১২টা ০১মিনিটে বিশিষ্ট জনদের উপস্থিতিতে স্টুডিও’তে কেক কাটার মধ্য দিয়ে বর্ষপূর্তি শুরু হবে। সকাল ৯টা থেকে বাংলাভিশনের নিজস্ব কার্যালয়ের স্টুডিও’তে অনুষ্ঠিত সরাসরি সঙ্গীতানুষ্ঠান ‘যুগপূর্তি ১৩ বর্ষে পদার্পণ’-এর পাশাপাশি সারাদিন প্রচারিত হবে শুভেচ্ছা বিনিময় এবং বাংলাভিশনের ১২ বছরের পথচলা, অর্জনসহ বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠান ‘ফিরে দেখার এক যুগ’। ‘যুগপূর্তি ১৩ বর্ষে পদার্পণ’ সঙ্গীতানুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় এবং গান পরিবেশন করবেন দেশের প্রথিতযশা সঙ্গীতশিল্পী ও এ প্রজন্মের সঙ্গীতশিল্পীগণ। গাজী মাজহারুল আনোয়ার, মামুনুর রশীদ ও তারিক আনাম খান-এর অংশগ্রহণে রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে বিশেষ টক শো ‘আনন্দ বেদনার কাব্য-২০১৮’। বৃন্দাবন দাস-এর রচনা ও সাগর জাহান-এর পরিচালনায় বিশেষ নাটক ‘বক দেখিছেও’ প্রচারিত হবে রাত ৯টা ০৫মিনিটে। অভিনয়ে চঞ্চল চৌধুরী, তারিন, আখম হাসান প্রমুখ। সরাসরি সঙ্গীতানুষ্ঠান ‘যুগপূর্তির গানে উৎসবে আমরা’ প্রচারিত হবে রাত ১১টা ২৫মিনিটে। সঙ্গীত পরিবেশন করবেন কর্ণিয়া, বিন্দু কনা, সাব্বির ও পিন্টু ঘোষ। রাত ২টায় প্রচারিত হবে বাংলাভিশনের ১২ বছরের পথচলা, অর্জনসহ বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠান ‘ফিরে দেখার এক যুগ’। ফোক সম্রাজ্ঞী মমতাজ-এর পালাগান ‘পারে কে যাবি আয়’ প্রচারিত হবে ০১ এপ্রিল বিকেল ৫টা ২০মিনিটে। এই পালাগানে আরও অংশগ্রহণ করেছেন সঙ্গীতশিল্পী আবুল সরকার।
ছবিঃ বাংলাভিশন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ