Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নববর্ষ উপলক্ষে বাংলাভিশনের আয়োজন

প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মলচত্বর-এ অনুষ্ঠিত ‘মোজো বৈশাখী কনসার্ট লাইভ’ প্রচার হবে বাংলাভিশনে। কনসার্ট-এ গাইবেন জেমস, ফিডব্যাক, শিরোনামহীন, হৃদয় খান, মিলা, চিরকুট, ইনসাইড ইউ। এই কনসার্ট-এর মিডিয়া পার্টনার বাংলাভিশন। মোজো বৈশাখী কনসার্ট লাইভ’ বাংলাভিশনে সরাসরি সম্প্রচার হবে আজ আজ সকাল ৮টা থেকে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাহিদ আহমেদ বিপ্লব। বিশেষ নাটক ‘এবং ভোরের গল্প’। শামীমা শাম্মী’র রচনা ও পরিচালনায় নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শখ, নিলয়, লায়লা হাসান, মিম প্রমুখ। নাটকটি প্রচার হবে রাত ৯টা ৫ মিনিটে। বিশেষ গানের অনুষ্ঠান ‘বাংলা গানের উৎসবে’। অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন পথিক নবী, রন্টি দাস, সন্ধি প্রমুখ। প্রচার হবে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাজ্জাদ হুসাইন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নববর্ষ উপলক্ষে বাংলাভিশনের আয়োজন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ