প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
‘দৃষ্টি জুড়ে দেশ’ শ্লোগান নিয়ে ২০০৬ সালের ৩১ মার্চ আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের। শুরু থেকেই বাংলাভিশনের উদ্দেশ্য ছিলো বাংলা সংস্কৃতি এবং বাংলাদেশি সংস্কৃতি সঠিকভাবে দর্শকের সামনে তুলে ধরা। ৩১ মার্চ ১৬ বছর শেষে ১৭ বছরে পদার্পণ করছে এই স্যাটেলাইট টেলিভিশন। এ সম্পর্কে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, ‘৩১ মার্চ, ২০২২ প্রতিষ্ঠাবার্ষিকীতে ১৭ বছরের যাত্রাকে আমরা উদ্যাপন করবো বিশেষ অনুষ্ঠানমালার মধ্যদিয়ে। টেলিভিশনের পর্দায় থাকছে প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ আয়োজন। ৩১ মার্চ রাত ১২টায় প্রচার হবে শুভেচ্ছা কার্ড ও বাংলাভিশনের থিম সং। ৩১ মার্চ সকাল ৮টায় প্রচার হবে অনুষ্ঠান ‘ফিরে দেখার ১৬’। সকাল ৮টা ৩০মিনিটে প্রচার হবে দিন প্রতিদিনের বিশেষ পর্ব। অতিথি: শিক্ষাবিদ ও গণমাধ্যম গবেষক ড. গোলাম রহমান। সকাল ৯টায় প্রচার হবে অনুষ্ঠান ‘ফিরে দেখার ১৬’। সকাল ১০টা ৩০মিনিটে প্রচার হবে শাকিব খান, বিদ্যা সিনহা মীম অভিনীত বাংলা চলচ্চিত্র ‘আমার প্রাণের প্রিয়া’। বেলা ২টা ২০মিনিটে প্রচার হবে স্টুডিও থেকে সরাসরি বিশেষ সঙ্গীতানুষ্ঠান। রাত ৮টা ১৫মিনিটে প্রচার হবে মেগা ধারাবাহিক নাটক- ‘গুলশান এভিনিউ -সিজন ২’। রাত ৯টা ০৫মিনিটে প্রচার হবে বিশেষ একক নাটক ‘গ্রেট গার্লফ্রেন্ড’। অভিনয়ে: জোভান, মেহজাবীন ও আরো অনেকে। রাজীব আহমেদ-এর রচনায় নাটকটি পরিচালনা করেছেন অনন্য ইমন অনীক। বিশেষ টক শো ‘গণতন্ত্র এখন’ প্রচার হবে রাত ১১টা ২৫মিনিটে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।