মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের সংসদের শীতকালীন অধিবেশন শুরুর প্রাক্কালে রোববার অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে দেশটির রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা উপস্থিত থাকলেও ছিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠক ডেকে অনুপস্থিত থাকায় মোদির সমালোচনা করেছেন বিরোধীরা। অন্যদিকে কথা বলতে না দেওয়ার অভিযোগ তুলে বৈঠক থেকে ওয়াকআউট করেছেন আম আদমি পার্টির (এএপি) নেতা সঞ্জয় সিং। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শীতকালীন অধিবেশন শুরুর এক দিন আগে রোববার অনুষ্ঠিত এই বৈঠকে সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদবিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। বৈঠকে মোদির সমালোচনা করে জাতীয় কংগ্রেসের নেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘আশা করেছিলাম, প্রধানমন্ত্রী বৈঠকে থাকবেন। আমাদের সাথে নিজের অভিমত বিনিময় করবেন। সম্প্রতি বাতিল হওয়া তিনটি কৃষি আইন নতুন রূপে সামনে আনা হবে কি না-এই বিষয়ে তার কাছে আমাদের জানার ছিল। কিন্তু বৈঠক ডেকে তিনি নিজেই এলেন না।’ ওয়াকআউট করে এএপি নেতা সঞ্জয় সিং বলেন, ‘ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাজের এলাকা বাড়ানো ও কৃষকদের চাহিদা অনুযায়ী কৃষিপণ্যের ন্যূনতম সহায়তা মূল্যসহ (এমএসপি) বিভিন্ন বিষয়ে আমাদের কথা বলতে দেওয়া হয়নি।’ বৈঠকে তৃণমূল কংগ্রেসের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও ব্রায়েন পেগাসাস কেলেঙ্কারির প্রসঙ্গ তুললেন। তারা এই প্রসাথে সংসদে আলোচনার দাবি জানান। এ ছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব বৃদ্ধি, কৃষকদের এমএসপির দাবি না মানা ও সীমান্তে বিএসএফের কাজের এলাকা বাড়ানোর কথা উল্লেখ করে মোদি সরকারের তীব্র সমালোচনা করেন বিরোধীরা। বৈঠকে বেশির ভাগ দলের নেতারা এসব বিষয় নিয়ে সংসদে খোলামেলা আলোচনার দাবি তুলে ধরেন। সর্বদলীয় বৈঠকে আরও উপস্থিত ছিলেন- কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে, অধীর চৌধুরী, আনন্দ শর্মা, ডিএমকের টিআর বাল্লু, তিরুচি শিবা, এনসিপির শারদ পাওয়ার, শিবসেনার বিনায়ক রাউত, সমাজবাদী দলের রামগোপাল যাদব, বিএসপির সতীশ মিশ্র, ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লাহ প্রমুখ। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।