Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেট নগরীর একটি হোটেল থেকে নারায়গঞ্জের এক ব্যক্তির লাশ উদ্ধার, লাপাত্তা স্ত্রী-দেবর

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২১, ৬:২৯ পিএম

সিলেট নগরীর দারগাহ গেইট এলাকার জমজম আবাসিক হোটেল থেকে মোরশেদ (৪৭) নামের একজনের লাশ উদ্ধার করেছে এসএমপি পুলিশ। নিহত ব্যক্তি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার সেনপাড়া গ্রামের মাকু মিয়ার পূত্র। আজ সোমবার (২৯ নভেম্বর) বিকেল ৩টায় শাহজালাল (রাহ.) তদন্ত কেন্দ্রের একদল পুলিশ হোটেলের একটি কক্ষ থেকে উদ্ধার করে ওই ব্যক্তির লাশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে মোরশেদ, তার স্ত্রী সাথী আক্তার (৩০) ও ছোট ভাই বাবু মিয়া (২৯) জমজম হোটেলের ৩য় তলার একটি ডাবল ও একটি সিঙ্গেল রুম ভাড়া নেন। তারা শাহজালাল (রাহ.)-এর মাজার জিয়ারত করার উদ্দেশে সিলেটে এসেছেন বলে জানানহোটেল কর্তৃপক্ষকে। সোমবার সকাল ১১টার দিকে এক হোটেল কর্মচারী নিয়মিত রুম সার্ভিসে ৩য় তলায় গিয়ে দেখতে পান, ডাবল রুমের খাটের উপর মোরশেদের নিথর দেহ পড়ে আছে। পরে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে শাহজালাল (রাহ.) তদন্ত কেন্দ্রের এস.আই আবু সাঈদের নেতৃত্বে আজ বিকাল ৩টার দিকে একদল পুলিশ গিয়ে উদ্ধার করে মোরশেদের লাশ। এদিকে, ঘটনার পর থেকে মোরশেদের স্ত্রী ও ছোট ভাই লাপাত্তা। এ ঘটনায় জমজম হোটেলের ম্যানেজার জাকির হোসেনকে আজ সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য কোতোয়ালি মডেল থানায় নিয়ে গেছে পুলিশ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, হোটেলের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার পর থেকে ওই ব্যক্তির স্ত্রী ও ছোট ভাই লাপাত্তা। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কোনো আঘাতের চিহ্ন নেই মৃতদেহে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ